![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আমার পোলা আমারে ভূগোল পড়ায়! সেই ১২ টা থেকে ওর পিছনে লেগে আছি, ঘুম পাড়ানোর জন্য। অনেক্ষণ গল্প শোনাইলাম। আবার শুরু করলো, বাবা আউআউ। বললাম, আউআউ ঘুমু করে। একটু পরে রাস্তার কুকুরটা ঘাউঘাউ করে উঠলো। সাথে সাথে তিড়িং করে লাফ দিয়ে উঠে বললো
- বাবা আউ আউ ইটা! (তারমানে আউআউতো ঘুমু করে নাই!)
বললাম, আউআউ ঘুমু করে আবার উঠে গিয়েছে। এমন নানাবিধ বাহানার পর শেষ বাহানা দিলো, জানালার দিকে তাকায়ে বললো
- বাবা আন্ধার না..ই।
কে কবে প্রিয়'কে অন্ধকার না শিখিয়ে আন্ধার শিখিয়েছে তা আমি জানি না। দিনে দুপুরে এখন আমি আন্ধার কই পাই!
©somewhere in net ltd.