নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

তনু হত্যায় দায়িত্ব এড়ানো...

২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

তনু হত্যায় কোন আসামী ধরা পড়ছে?
মনে হইতেই পারে, কোন প্রত্যক্ষদর্শী যদি না থাকে তো আসামী ধরা পড়বো ক্যামনে? বিষয়টা কিন্তু তা না। একটা দেশ অনেক বড় একটা প্রতিষ্ঠান। বহু রকম এক্সপার্ট লাগে একটা দেশ চালাইতে গেলে। আর ঐসব এক্সপার্টদেরকে হাজার হাজার কোটি টাকা খরচ করে ট্রেইনিংও দেওয়া হয়। এদের মধ্যে আছে, গোয়েন্দা কর্মকর্তা, ইনভেসটিগেশন অফিসার। যারা এই বিষয়ে এক্সপার্ট। দুই এ দুই এ চার মিলাায়ে ক্রিমিনাল খোঁজে পেতে যারা সিদ্ধহস্ত।

কথা হইলো, এমন লোক কি আমাদের দেশেও আছে? উত্তর হইলো, অবশ্যই্ আছে। যদি তারা সফল না হয়, তবে এই ব্যর্থতার দায়ভার তাদেরকে নিতে হবে। এমন অরক্ষনীয়ভাবেতো একটা দেশ চলতে পারে না! বাজেটের সময় দরকার হইলে এই খাতে বেশী বরাদ্ধ রাখেন।

নাগরিকের নিরাপত্তা দেওয়ার বিষয়টা আর কতদিন ভুলে থাকবেন? লোকবলতো সবই আছে। শুধু দায়িত্ব এড়ানোর মনমানসিকতা দূর করা দরকার।

সময় বড় বাজে জিসিন। সব কিছু ইতিহাসে লেখা হয়ে থাকে। সব ব্যর্থতা, সব অনিচ্ছা মানুষ কিন্তু ভুলবে না।

দিনে দিনে বহু বাড়িতেছে দেনা / শোধিতে হইবে ঋণ।

#justicefortonu
#justice_for_tonu
#istandupfortonu

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:২১

দইজ্জার তুআন বলেছেন: নাগরিকের নিরাপত্তা দেওয়ার বিষয়টা আর কতদিন ভুলে থাকবেন? লোকবলতো সবই আছে। শুধু দায়িত্ব এড়ানোর মনমানসিকতা দূর করা দরকার।
:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.