![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আইডিয়া চুরির ভয়ে আমার এক বন্ধু গল্প লেখে না। তার ভাষায়
- মাথায় যে গল্প আছে দোস্ত, গুছায়ে যদি লেখি তুই চউক্ষে পানি ধইরা রাখতে পারবি না। সেই রকম বিচ্ছেদি রোমান্টিক গল্প।
- তো লেখে ফেল্!
- ফেসবুক টেসবুকে লেখবো না দোস্ত। প্রথম আলোতে কোন লিংক আছে তোর?
- ব্যাটা, প্রথমআলোতে নিজের লেখাই ছাপাইতে পারলাম না!
কথাটা বলার পর দেখলাম ওর মন খারাপ হয়ে গেলো। কথা ঘুরায়ে বললাম
- অবশ্য আমিতো গল্প, কবিটা টাইপ কিছু লেখি না। ঘুমাই, ভাত খাই টাইপ ব্যক্তিগত কথাবার্তা লেখি। দেখি, যদি কোন রেফারেন্স পাই, তোরে অবশ্যই জানাবো।
পরে একটা বুদ্ধিও দিলাম। বললাম
- দেখ, তুই যদি সাধারণ কথাবার্তাও লেখোস, এইখান থেকেও কিন্তু আইডিয়া চুরি হইতে পারে। ধর্ তুই লেখলি, সকালে ঘুম থেকে উঠতে পারি না। তাই বুদ্ধি করে নাজিশাইল চাউল কিনলাম, দ্রুত যেন ভাতটা হয়ে যায়। এই কথাতেও কিন্তু একটা ইনফরমেশন আছে। পাবলিক কিন্তু আইডিয়া পেয়ে গেলো যে নাজিশাইল চাউলে দ্রুত বলক আসে। সো আইডিয়া আসলে চাপা রাখার জিনিস না। মানব কল্যাণে বিলায়ে দেওয়ার জিনিস।
(দোস্ত তুই ভালো গল্প বলতে পারস। হালকা একটু অপমান করলাম হয়ত। এইটারে গায়ে মেখে হইলেও লেখা শুরু করে দে। আইডিয়ার ষ্টোরেজ হয়ে বসে থাকিস না)
২| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৫
আরজু পনি বলেছেন:
আজকে যা আইডিয়া হিসেবে মাথায় ঘুরছে তা আজকেই ব্যবস্থা না করলে কাল দেখা যাবে আরকেজনলিখে পোস্ট করে দিয়েছে
৩| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৫
তার আর পর নেই… বলেছেন: সুখী মানুষের এরকম সন্দেহ প্রবণ বন্ধু কেন? আপনি বন্ধু চেইঞ্জ কইরা ফালান।
৪| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩২
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: া হা হা হা
৫| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪৯
বিজন রয় বলেছেন: হা হা হা হা
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:০১
গুলামে আজীজ বলেছেন: হা হা হা, আমি কিন্তু শুনে ফেলেছি আইডিয়াটা।

আজকেই ট্রাই মারতে পারি।
ভাইয়া এত্ত সুইট লেখা আসে কোথা থেকে?
সেই আইডিয়াটা কি বলবেন প্লিজ!!
কথা দিচ্ছি চুরি করবো না কপি, পেষ্ট ও করবো না।
শুধু পড়বো