নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

এই ফালতু মৌখিক স্বাধীনতার দরকার কী?

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫০

ঐদিন এক কলিগ খুব দুশ্চিন্তা নিয়া আমারে রিকোয়েষ্ট কইরা কয়
- বস আপনি সংসারী মানুষ। তনু হত্যা নিয়া কোন কিছু লেইখেনওনা, বইলেনওনা।
ভ্রু নাড়ায়ে, ফিসফিস করে বললো, আপনি বুঝতাছেন না!
আমাকে চুপচাপ দেখে পরে বললেন
- মিয়া প্রিয়'র মুখটার কথা চিন্তা করবেন। আর কোন কিছু কমু না।

এইবার সত্যিই ভয় পাইলাম। আমারে তুইলা নিয়া গেলে প্রিয়'র কী হইবো এইটা ভাইবা ভয় না। বরং প্রিয়রেও যদি এরা তনু'র মত মাইরা ফালায় তাইলে!

স্বাধীনতা দিবস বলতেতো মনে হয় আমাদের একটা দিবস আছে, তাই না? কালো রাত্রি'র কথা, বদ্ধভূমি আরো কী কী জানি বলতেও শুনছি। কালো রাত্রিও কি শেষ হইয়া গেছে?

হ্যঁ, আমি চুপ হয়ে গেলাম। ভয়েই চুপ হইলাম।
কিন্তু ক্ষমতার দাম্ভিকতায় যারা হানাদার সেজে বসে আছে, তাদেরও মনে হয় কিঞ্চিৎ ভয় পাওয়ার মত ঘটনা ঘটে যাচ্ছে। আর তা হইলো ফিসফিসানির গুজব। গুজব খুব বাজে জিনিস। সামান্য সত্য তখন ভয়ংকর মিথ্যার সাথে মিশতে থাকে।

এই এক তনু মারা যাওয়ার না জানি আর কত তনু গুম, ক্ষুন হয়। কে জানে অপরাধীচক্রের ক্ষমতার দাম্ভিকতা দেখে জনগন হয়ত স্বাধীনতা দিবস পালন করাই একদিন বন্ধ করে দিবে। এই ফালতু মৌখিক স্বাধীনতার দরকার কী?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.