নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

নিশ্চয়ই রিক্সা চালানো ভদ্রলোকের নেশা।

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

বনানীতে এক ভদ্রলোক রিক্সাওয়ালাকে বলতেছেন
- মামা দূরতো বেশী না! এইখান থেকে এইখানে ২০ টাকাভাড়া নিলেন?
রিক্সাওয়ালা উত্তর দিলো
- এত কষ্ট কইরা যে রাস্তাগুলা চিনছি এইটার দাম দিবেন না? না চিন্না তো ঘুরতেন আরো আধা ঘন্টা। সময়ের একটা দাম আছে না?

রিক্সাওয়ালার বয়স হবে কমপক্ষে পঞ্চাশ। মনেমনে ভাবতেছি, এমন জ্ঞানী লোক এতদিনেও উন্নতি করতে পারবোনা তা না। নিশ্চয়ই রিক্সা চালানো ভদ্রলোকের নেশা।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

গেম চেঞ্জার বলেছেন: হেঃ হেঃ হেঃ

২| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ খুবই সময় উপযোগী একটি পোষ্ট দেয়ার জন্য । আমরা অনেকেই জানি বেকারত্বে জজ্জড়িত এ সমাজের অনেক শিক্ষিত বেকার নেহাত নিরুপায় হয়ে রিক্সা চালাচ্ছে । অনেক বয়স্ক লোক জনও নেহাত নিরুপায় হয়ে অন্য সম্মান জনক কাজ থেকেও অর্থ উপার্জন করতে পারছেনা । জ্ঞান চর্চা থেকেই কি সবক্ষেত্রেই আয় হয? এই তো দেখুন না সামুর পাতায় কতই না লিখা হচ্চে প্রচুর জ্ঞান মেধা ও শ্রম সময় দিয়ে, কিন্ত আর্থিক কিছু কি মিলছে , কিন্তু তার পরেও ক্রমাগত লিখা চলেছেই , এই হলো নেশা ও পেশার পার্থক্য । তার চেয়ে রিক্সা চালালেও কিছু না কিছু তো মিলছেই । পঞ্চাশ পেরুনো লোকটা নিশ্চয় নানা ঘাটের পানি খেয়ে তার থেকে বুঝতে পারছে রিক্সা চালালে সে কোথায় গিয়ে পৌঁছবে । দেখুন না আপনি কি সুন্দরভাবে আপনার লিখাতে দেখিয়েছেন যে , জ্ঞান খাটিয়ে কেমন করে সে অল্পতেই ২০ টাকা কামিয়ে নিয়েছে । ধরেই নেয়া যায সে তার এরূপ বুদ্ধিদৃপ্ত জ্ঞান খাটিয়ে অনায়াসেই রিক্সা চালিয়ে ক্রমেই একটা রিক্সা থেকে দুইটা রিক্সা, ২ থেকে ৩ , তিন থেকে চার, ৪ থেকে ৫ , রিক্সা থেকে রিক্সা, রিক্সা, রিক্সা ,,,,,,,,,,,,,, রিক্সার পাহার জমিয়ে রিক্সার জগতে টাইকুন হয়ে যেতে পারে। বিষয় টাকে কি এই ভাবে ভাবা যায়না ? তবে রিক্সা চালানো বেশ কায়িক পরিশ্রমের কাজ । বয়স্ক কোন লোকের জন্য এটা কোন ক্রমেই কাম্য নয় , সেটা নেশাই হোক আর পেশাই হোক । যাহোক অতি প্রয়োজনীয় বিষয়ে উমুক্ত আলোচনার একটি দোয়ার খুলে দেয়ার জন্য সাধুবাদ রইল ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩

সুখী মানুষ বলেছেন: সিম্পল একটা পোষ্টেও এত সুন্দর মন্তব্য করা যায়!
থ্যাংকিউ স্যার।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

শিকদার হোসেন বলেছেন: সব পেশাকেই সম্মান করা উচিৎ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

সুখী মানুষ বলেছেন: স্বজ্ঞানে কোথাও অসম্মান করি নাই ভাই।

৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩০

শাহিদা খানম তানিয়া বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.