নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়, দ্যা আইনষ্টাইন ;)

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৭

মা বাপ যা মনে করেন, বাচ্চারা যদি বড় হয়ে আসলেও তাই হইতো! ঘরেঘরে রবীন্দ্রনাথ, আইনষ্টাইন থাকতো। আমি আর দশজনের মতই একজন বাপ। আমার উদাহরণটাই দেই -

গতদিন প্রিয় লাফ দেওয়া খেলা খেলতেছে। খাটের উপর দুইটা বালিশ রাখছে একটার উপর আরেকটা। দুই বালিশে উঠে ঝপাং করে লাফ দেয়। ভাগ্নিটা বললো
- প্রিয় নীচে পড়ে যাবে।

প্রিয় বালিশে উঠলো। এতক্ষণ লাফ দিতো বালিশের মাঝে দাঁড়ায়ে। এখন একটু কিনারায় গেলো। এখান থেকে খাটের শেষ মাথাটার দূরত্বটা সামান্য বেশী। তারমানে লাফ দিলে আগে যতটা খাটের কিনারায় চলে যেতে, এখন তারচাইতে আরেকটু ভিতরেই থাকবে। লাফের দূরত্ব যদি সমান থাকে তাহলে প্রিয়'র ক্যালকুলেশন ঠিক আছে।

বালিশের কিনারায় দাঁড়ায়ে ঝুমুকে বললো
- ওমু, ইটা? (তারমানে ঝুমু দেখো এখন ঠিক আছে?)

ঝুমু আমার দিকে তাকায়ে কয়, মামা ওতো আইনষ্টাইন হইবো! ;)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

বিজন রয় বলেছেন: হা হা হা দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.