নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

কিছু একটা...

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫

হুদা ভাই বিশাল দেহী মানুষ। মজা করার পরিমান তারচেয়েও বেশী। বেশ কয়েকটা স্মৃতি থেকে আপাতত একটা বলি -
একবার সিএনজি ঠিক করলাম আমরা। সিএনজিওয়ালা বললো
- মিটারেই যামু, সাথে কিছু দিয়েন...

তখন ইটিভিতে কাজ করি। পেট্রোবাংলার কাছে সিএনজি থেকে নামলাম। মিটারে যে ভাড়া আসলো তাই দিয়ে নেমে পড়লাম দুইজন। সিএসজিওয়ালা অবাক হয়ে বললো
- ও ভাই, শুধু ভাড়াইতো দিলেন!

হুদা ভাই পাহাড়ের মত বিশালদেহী মানুষ। সিএনজিওয়ালা এই তুলনায় বামুন। হুদা ভাই সিএনজিওয়ালার দিকে আগায়ে গেলেন। সিএনজিওয়ালা ভাবভঙ্গি দেখে ঠিক বুঝতেছে না ঘটনা কোন দিকে যাচ্ছে। টাকা পয়সা যে দিবেনা তা ভাবে বুঝা যাচ্ছে।

হুদা ভাই সিএনজিওয়ালার কাছে গেলেন। মাথা নোয়ায়ে একটু নীচু হইলেন। দুই হাতে সিএনজিওয়ালার দুই গাল ধরে মুখটা একটু উপরে তুললেন। তারপর বললেন, ওহো হো তোরে তো কিছু একটা দিতে বলছিলি। কথা বলেই চটাস, চটাস করে দুই গালে দুইটা চুমা দিয়ে বললেন
- যাহ কিছু দুইটা দিয়া দিলাম।

সিএনজিওয়ালা কি হাসবে না কাঁদবে না ভয় পাবে কিছুই বুঝতেছে না। হতভম্ব অবস্থায় দাঁড়ায়ে রইলো। আমরা হন হন করে হাটা ধরলাম। সিএনজিওয়ালা পাথরের মত দাঁড়ায়ে রইলো...।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৪

ভবোঘুরে বাউল বলেছেন: হুহাহাহাহাহাহা! আপনি পারেনও বটে! আপনার সব লেখাগুলোই পড়ে মজা পাই।

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

সুখী মানুষ বলেছেন: ভাই আমার, আপনার মত বাউল আরো যদি কয়েকজন থাকতো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.