![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
জাপান থেকে এক ভদ্রলোক আসলেন বাংলাদেশে। এতএত মানুষ দেখে টুরিষ্ট গাইডকে বললেন
- তোমাদের দেশে মানুষ কত!
গাইড বললো
- ষোলো কোটি।
- তার মানে বত্রিশ কোটি হাত! তোমাদের তাহলে আরো দ্রুত উন্নতি হচ্ছেনা কেন?
গাইড বললো
- না মানে ইয়ে, আমরাতো এক হাত সব সময় অন্যের পাছায় দিয়ে রাখি।
জাপানী ভদ্রলোক একটু চিন্তা করলেন। তারপর বললেন
- ওমম.. তাওতো বাকী রইলো ষোলো কোটি হাত। তবুতো অনেক...!
এবার টুরিষ্ট ভদ্রলোক হাসলেন। বললেন
- বাকী ষোলো কোটি হাতও ফ্রি না। কারন এইগুলা নিজের পাছায় দিয়ে রাখে যেন অন্য কেউ চান্স না পায়।
জাপানী ভদ্রলোক নিরাশ হয়ে বললেন
- দুই হাতই যখন ব্যস্ত, তাহলে তোমরা চলো কিভাবে?
গাইড প্রাণ খুলে কতক্ষণ হাসলেন। বললেন আমাদের আরকটা হাত আছে। জাপানী ভদ্রলোক এদিক সেদিক তাকায়ে আরেকটা হাত খোঁজতেছেন। বললেন, কোথায়!
গাইড মুচকি হাসি দিয়ে বললো
- ঐ হাতের নাম অজুহাত। এইটা দিয়াই আমরা চলি...
২| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩
বিপরীত বাক বলেছেন: টিপিক্যাল বাঙালস।