নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের উপহার বিভ্রাট...

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮

বাংলা নববর্ষের গিফ্ট নিয়া একবার মহা বিব্রতকর অবস্থায় পড়ছিলাম।
বাংলা নববর্ষ উপলক্ষে, অফিসিয়ালি প্রচুর গিফ্ট, মিষ্টান্নের সুন্দর সুন্দর প‌্যাকেট দেওয়ার রেওয়াজ তৈরী হয়েছে কয়েক বছর ধরে। আর এই সময়টা আমাদের প্রচুর ব্যস্তাতা যায়। বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচারের আয়োজনের ব্যস্ততা। গত কয়েক বছর আগে রাত দশটা এগারোটার দিকে কাজ গুছায়ে নীচে নামলাম। সিকিউরিটি বললো
- স্যার আপনার জন্য একটা গিফ্ট আছে।
আমি মৃদু হেসে বললাম
- নাহ ভাই আমার গিফ্ট হওয়ার কথা না। আমারে কে গিফ্ট দিবে!

সিকিউরিটি মনে করলো এইটা আমার বদান্যতা। খুবই সুন্দর একটা প‌্যাকেট একেবারে আমার গাড়ীতে তুলে দিলো। বাসায় আসলাম। বৌ এত সুন্দর প‌্যাকেট দেখে তলে তলে হয়ত খুশি হইলো। তবু মুখে বললো
- তোমারে আবার কে গিফ্ট দিলো!

কিছুক্ষণ পরেই সিকিউরিটির ফোন।
- স্যার ভুলে ওমুক স্যারের গিফ্ট আপনারে দিয়ে দেওয়া হইছে।
আমি সাথে সাথেই বললাম
- এখনতো রাত প্রায় একটা। সকালে নিয়ে আসবো।

মজার বিষয় হইলো, ওমুক সাহেব একটু পর হন্তদন্ত হয়ে ফোন দিলো
- অরুণ দা
- হুম
ভদ্রলোক খুব উৎকণ্ঠা এবং বিনয়ের সাথে গদগদ হয়ে বললো
- সরি এত রাতে আপনারে ডিসটার্ব করলাম। আসলে হইছে কি, গিফ্ট টা বড় কথা না, বড় কথা হইলো একটা স্মৃতি, একটা স্বীকৃতি...

ভদ্রলোক বিনয়ের সাথে কথাটা শেষই করতে পারলেন না। আমি বললাম
- ভাই আপনার স্মৃতি, স্বীকৃতি আমি সকাল বেলাই ফেরত দিয়ে দিবো...
ভদ্রলোকও খুশি, আমিও ভারমুক্ত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৮

বিজন রয় বলেছেন: হা হা হা
আপনার মিষ্টি মিষ্টি কথা।

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮

জুয়েল ০১ বলেছেন: আমরা একটি ডিরেক্টরি ওয়েবসাইটের জন্য বাংলা ব্লগার/আর্টিকেল লেখক খুঁজছি। যদি আগ্রহী থাকেন, তাহলে বিস্তারিত তথ্যের জন্য আপনার ইমেইল ঠিকানা আমাদের জানিয়ে যোগাযোগ করুন।

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৪

সুখী মানুষ বলেছেন: আমার আগ্রহের চাইতে আপনাদের আগ্রহ থাকাটা একজন লেখকের জন্য বেশী সম্মানের। আর এমনভাবে "যোগাযোগ করুন" লেখলেনরে ভাই, কথাটা হয়ত ঠিকই আছে, তবু কোথায় যেন একটু আত্মসম্মানে লাগলো। বাসে, রাস্তায় পার্টটাইম কর্মী খোঁজার মত করে লেখক না খোঁঁজলেই কি না? দুঃখিত যদি ভুল বলে থাকি। আঘাতটা একান্ত লেগেছে বলেই একটু রিএক্ট করে ফেল্লাম, মনে হয়না সেন্সিটিভিটিটা আপনি বুঝবেন, বুঝলে এমন করে বলতে পারতেন না।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩

জুয়েল ০১ বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ। ব্লগের কিছু সীমাবদ্ধতার কারনে আমাদের সংক্ষিপ্ত করে লিখতে হয়েছে। যা হোক, আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.