![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
পোলা হাতের কাছে যা পায় তাতেই তাল তোলে। বাপ খুশি হয়ে বুক ফুলায়ে কয়, পোলা আমার বড় হয়ে তবলা বাদক হইবো। বড় হয়ে এই পোলা হইলো বাসের হেল্পার। বাসের বডিতে তাল তোলে আর কয়, ওস্তাদ বায়ে পেলাষ্টিক...।
আমার পোলার যন্ত্রপাতির দিকে মহা ঝোঁক। আমার বেশীরভাগ যন্ত্রপাতির নাম প্রিয় অরলেডি জানে। বলতে পারে না, কিন্তু নাম করলে ঠিকই দেখায়ে দেয় কোনটা কী। বন্ধুবান্ধব আমারে যখনই বলে, প্রিয় বড় হয়ে ইঞ্জিনিয়ার হইবো। আমি তখন তবলা বাদকের কৌতুকটা শোনায়ে দেই।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: তা ঠিক আগে থেকে ঠিক বোঝা যায় না ছেলে মেয়েরা কে কি হবে।।