নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রেমহীন...

১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

" I'm not joking ..I'm quite serious..." দিয়ে যে কথা শুরু হয়, তারে সিরিয়াসলি না নেওয়ার কোন কারন নাই। সিরিয়াসলিই নিলাম, মনযোগ দিয়ে পড়লাম। ঘটনা ভয়াবহ, এতে কোনই সন্দেহ নাই। কিন্তু সান্ত্বনার কথা হইলো, এই ভয়াবহ বিপদের নিয়া অন্তত ৮০% যুবক সুস্থ্য আছে। সহজ কথায় এই সম্যার নাম হইলো, বয়স ২৫ হয়ে গেছে অথচ এখনো প্রেম হচ্ছে না।

সহজ একটা সমীকরণ হইলো, দুনিয়ার সব মেয়েই অলরেডি "ইন এ রিলেশনশিপ"। অথচ ৮০% এর উপরে ছেলে একা একা মন খারাপ করে ঘুরে বেড়ায়, আর ভাবে, আহারে আমার কেন একটা প্রেম হচ্ছে না! এই সমীকরণের সহজ সমাধাণ হইলো, ২০% ছেলে ছলে বলে কলে কৌশলে ১০০% মেয়েদের সাথে গাছেরটা, তলেরটা করে করে জড়িত। করন, একবার যে মেয়েদর মনের ভেতর ঢুকার কৌশলটা পেয়ে যায়, সে এই ইন্টারেষ্টিং কৌশলটা বেশ মজা নিয়েই এদিক, সেদিক এপ্লাই করে বেড়ায়। ঠিক ধরে মাছ, ছোঁয়না পানি টাইপ একটা খেলা।

এক মেয়েরে একবার জিজ্ঞাসা করা হইলো
- আপনার কি কোন পছন্দের ...
মেয়েটা মুচকি হাসি দিয়া বললো
- বেকুব নাকি আপনি? ফুটবল খেলা দেখেন না! গোল কিপার থাকলেও কি গোল হয় না?

যে ছেলেটা ফেসবুকে মেসেজ দিয়েছে। তার হয়ত ধারণা হইছে আমার মনে হয় এই রিলেটেড ভালো অভিজ্ঞতা আছে। বন্ধুবান্ধব সবাই তার প্রেম করছে, তার এই একাকিত্ব কাটানোর কৌশল হিসাবে তার একটা প্রেম করতে হবে। এই বুদ্ধি চেয়েছে সে আমার কাছে। বিষয়টা ঠিক এই রকম হয়ে গেলো, এক চোখ কানা এক ভদ্রলোক পাশের অন্ধকে বলতেছে- ভাই সুই এ তো সূতাটা ঢুকাইতে পারতেছি না, আপনে ঢুকায়ে দেন।

আমি হইলাম সেই অথর্ব লোক যার প্রেম হয় নাই বলে বন্ধুদের প্রেমিকারাও তাদের ডেটিংএ আমারে নিয়া যাইতে বলতো। এরা গুটুর গুটুর করে গল্প করতো, আমারে পাশে বসায়ে রাখতো। আমি এদের এই স্নেহ টাইপ ভালোবাসাগুলা'র কথা সত্যিই কোনদিন ভুলবো না।

এক লেখায় অলরেডি বলছিলাম। এক মেয়ে আমারে সান্তনা দিয়া বলছিলো, আপনি বাঁশী বাজান, মজা টজা করেন, আপনে যদি আরেকটু লম্বা হইতেন! আরেকটা মেয়ে খুশিতে গদগদ হয়ে বলছিলো, অরুণ ভাই আপনারে আমি খুইব ভালোবাসি। আমি চওখ কপালে তুলে বলছিলাম, এই কথাটা আরো তিনবার বলো। খিলখিল করে হাসতে হাসতে বলতেছিলো, আপনে এত খারাপ কেন? কিন্তু এই ভালোবাসা যে সেই ভালোবাসা না এইটা বুঝার বয়স তখন অলরেডি আমার হয়ে গেছিলো।

মেয়েদের মনের ভিতর ঢুকার কৌশলতো এই জীবনে আর শিখা হইলো না। এখন প্রিয়'র মা'র মনের দড়জার পাশে বইসা থাকি। তিনি মাঝে মাঝে দড়জা খুইলা নিজেই বাইর হন, দুই একটা ভালো মন্দ কথা বলেন। বেশীরভাগ সময় অবশ্য দড়জা বন্ধই থাকে।

ঘরের ভিতর যে মন, সেই মনের ভিতরইতো ঢুকতে পারি না রে ভাই। অন্য মনের ভিতরে ঢুকার টেকনিক এখন আমি আপনারে কেমনে কই! পাইছেন উত্তর?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৯

জুয়াড়ি বলেছেন: ভাই বিয়া করে ফালান। প্রেম করা ভালো না

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আগে নিজে তো সূঁই এর ঘরায় সূতো ঢুকানো শেখেন পরে অন্যকে শেখান।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.