নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

হইতে হইতেও হইলো না...

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

ইনবক্স করে একজন বললো
- ভাইয়া একটা কথা বলি?
- বলেন
- এদ্দিন ভাবতাম একটা মেয়ে আমারে মনে হয় একটু একটু পছন্দ করে। আমার নামের শেষে ভাই ডাকতো।
বললাম
- তো ঠিকইতো আছে, আংকেল ফাংকেল ডাকলেই না সমস্যা, আটকাইলো কই?

ছেলেটা একটু বিরক্ত হয়ে বললো
- ভাইয়া প্লিজ সিরিয়াসলি শোনেন।
- শুনছি বলেন
- কয়দিন ধরে সে আমাকে ভাইয়া বলে ডাকতেছে।
- তো সমস্যাটা কোথায়!

ছেলেটা আবারো বিরক্ত হয়ে বললো
- আরে বুঝতেছেন না ভাইয়া, এমন ভাবে ভাইয়া ডাকে! মনে হয় আমি ওর আপন পেটের ভাই :(
বললাম
- ১০০% প্রমানিত হয়ে গেলো যে এই লাও এ বাঁশ হবে না। অতএব আপনিও আপু ডাকা শুরু করেন। এমন ভাবে ডাকবেন, যেন উনিও আপনার আপন বোন। আর শাস্তি হিসাবে একটা কাজ করতে পারেন। অবশ্য এতে সামান্য টাকা পয়সা খরচ হইবো।
ছেলেটা মহা উৎসাহ নিয়া বললো
- কী কী বলেন ভাইয়া, কী উপায়ে!
বললাম
- আশেপাশে কোন মেয়েরে হুদাই সামান্য কিছু গিফ্ট টিফ্ট কিনা দিবেন। এমন ভাবে দিবেন যেন তার নজরে পড়ে। ব্যস...

ছেলেটা কী পরিমানে রেগে আছে বুঝলাম পরের কথায়। বলতেছে
- চিন্তা করেন ভাইয়া, এখন দেখি আমার সামনে আসলে ঘোমটা উঠায়ে দেয় মাথায়! বলেন দেখি, উঠানো ঘোমটা আমারে দেইখা নামায়ে ফেলবো আশা করতেছিলাম। আর কী কপাল :( নামানো ঘোমটা আমারে দেইখা উঠায়ে দেয়!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আবার হাসতে হচ্ছে... হা হা হা । ধন্যবাদ ভাই সুখী মানুষ। সুখেই থাকুন...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.