![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না প্রেমিক না বিপ্লবী
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা,
ভালো থেকো পাখি, সবুজ পাতারা,
ভালো থেকো চর, ছোট কুড়েঘর, ভালো থেকো।
ভালো থেকো আম, ছায়াঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল,
ভালো থেকো বক, আড়িয়ল বিল।
ভালো থেকো নাও, মধুমাখা গাঁও, ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
---- হুমায়ুন আজাদ
২| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩
শূন্যবতী বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২
এহসান সাবির বলেছেন: চমৎকার একটা কবিতা। কামরুল হাসানের কন্ঠে আবৃতি টা শুনবেন। আশাকরি ভালো লাগবে। ব্লগে স্বাগতম।