![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবর্তনের কথা বলে যাবো
লেখালেখি থেকে দূরে সরে পড়ছি অনেকদিন কিন্তু আজ লিখতে ইচ্ছে হচ্ছে , নরমালি জ্ঞেয়আন দান করা আমার স্বভাব না তাও আজ এত্তু চেষ্টা করে দেখি , লেখার টপিক হল মিথ্যা নিয়ে ,৩ টা বেপার এ লিখব ।। ১ম টা হল মিথ্যা র বেপার এ কিছু তথ্য ,আমরা দৈনিক ৯২ % মানুষ মিথ্যা কথা শুনে থাকি ,মিথ্যা কথা বলাটা বয়শ এর সাথে বাড়তে থাকে ,৩-৪ বছর বয়শ এ প্রথম বাচ্চারা মিথ্যা বলতে শুরু করে আর ৬বছর বয়শ এ এসে প্রতি ৯০ মিনিট এ একটা করে মিথ্যা বলতে থাকে ,মজার বেপার হল আমরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বধ করি অপরিচিত মানুষ দের সাথে মিথ্যা কথা বলতে , অপরিচিত কেউ প্রতি ১০ মিনিট এর কথায় গড়ে ৩০ সেকেন্দে মিথ্যা বলেন ২অ বিষয় হল মিথ্যা ধরে ফেলার উপায় টা কি কি ? প্রথমত চোখের দিকে দেখতে হবে ,অনেকেই তাই চোখ ঢেকে রাখতে পছন্দ করেন ,চোখের পিউপিল অনেক dilated হবে এবং rapid চোখের পাতা নড়বে ,...।তবে কথা বলার সময় চোখ অন্নদিকে সরিয়ে রাখা বা নিচের দিকে তাকিয়ে থাকা বা হাত কচলান বা মুখে হাত দেওয়া এগুল mitthar sure sign na , তারপর হল কথা বলার সময় pitch এর তারতম্য হচ্ছে কিনা ,কোথাও থেমে জাচ্ছে কিনা লক্ষ্য করা এটা একটা উপায় আর সর্বশেষ হল পুরো ঘটনা কয়েকবার শোনা ,মিথ্যা বললে প্রতিবার বলায় তারতম্য হবে , যাই হোক মিথ্যা কথা বলাটা কঠিন কারন আমাদের মস্তিষ্ক pogram kora সত্য বলার জন্নে ,মিথ্যা বলতে গেলে মস্তিষ্কের কিছু অংশ কে মাধ্যাকর্ষণ এর বিরুদ্ধে কাজ করার মত condition এ যেতে হয় ,তাই এত কষ্ট না করে সত্য বলেন ,বলতে উৎসাহিত করেন ,নিজে ভাল থাকেন আর সমাজ কে ভাল রাখেন
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৪ রাত ১১:৫৫
পংবাড়ী বলেছেন: হাউকাউ