![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবর্তনের কথা বলে যাবো
গুবরে পোকা র সাথে আমরা কম বেশি সবাই ই পরিচিত ,আজকের এই লেখাটা তাকে নিয়েই ,
গুবরে পোকা হাঁটার সময় সরল রেখায় হাটতে থাকে ,সে তার মল গড়িয়ে নিয়ে যায় যা পরবর্তীতে তার প্রজনন এ কাজে লাগে ,মজার ব্যাপার হল পোকাটার এই কাজটা মিল্কিওয়েতে পৃথিবীর চলার সাথে মিলে যায় ,অনেক পৌরাণিক কাহিনি তেই গুবরে পোকার গুরুত্ব ছিল তার মদ্ধে অবশ্যই মিসরীয় এটা আগে বলতে হবে
।
মিসরীয় মমি তৈরির কাহিনি কম বেশি সবার ই জানা আছে ,আর তুতেঙ্খামেন কেও সবাই কম বেশি চিনি ,এই ভদ্রলোকের মমির মধ্যে গুবরে পোকার চিহ্ন সম্বলিত একটা অংশ ছিল যা কিনা ২৬০ লক্ষ বছর আগের ধুমকেতুর সাথে সংঘর্ষে তৈরি crystal এ তৈরি । এখানে আরেকটা ব্যাপার প্রাসঙ্গিক ভাবে চলে আসে ,মমি তৈরি করার পেছনে কারন ছিল তারা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মার বিনাশ হয় না আর শরীর কে সংরক্ষন করতে পারলে পুনজ্জিবন লাভ করা সহজ হয় ,গুবরে পোকা যেমন তার শক্ত গুটি থেকে বের হয়ে আসে তেমনি ভাবে এই মমিটাও ভাবা হত গুটির কাজ করবে আর এখান হতে অন্য জগত এ রুপান্তর হবে । মিসরীয় দের দেবতা ক্ষেপ্র।তারা বিশ্বাস করত এই দেবতা অস্তিত্বশীল হতে পারতেন ,তিনি মরফসিস এ সক্ষম ছিলেন ,মজাটা এখানেই ,ক্ষেপ্রর চেহারা র আকৃতি গুবরে পোকার মতই,তাহলে কি তিনি এলিয়েন এর মত কিছু ছিলেন যিনি পোকার রুপের সাথে মিল রেখে ছিলেন ?
কালাহার মরুভুমিতে একটি আদিবাসী সম্প্রদায় বিশ্বাস করে মানুশের উৎস হল মৌমাছির ডীম, গল্পটা এমন এক মৌমাছী একবার MANDIS ণামোক একটি পোকাকে নদী পার করিয়ে দিয়েছিলো তার REQUEST এ ,পাতার উপর রেখে আসার সময় ক্লান্ত মৌমাছী তার ভিতর একটি ডিম রেখে আসলো ।ওরা একেই জীবনের উৎস বলে বিশ্বাস করে । (চলবে)
১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩১
স্বপ্নবিলাসি বলেছেন: ধন্যবাদ,
২| ১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৫১
সময়ের ডানায় বলেছেন: ভালো লাগল++
১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৪
স্বপ্নবিলাসি বলেছেন: ঊৎসাহ পেলে লেখার আগ্রহ বেরে জায়
৩| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৬
বিলয় বিন্দু বলেছেন: history tv 18 এই নিয়ে একটি ডকুমেন্টারি দেখেছিলাম
১১ ই জুন, ২০১৪ দুপুর ১:২১
স্বপ্নবিলাসি বলেছেন: hmm এটা ওখান থেকেই লেখা, আসল. এ it seem interesting to me .tai likhlam :-D
৪| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:৫৭
সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৬
স্বপ্নবিলাসি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৩২
সাদা রং- বলেছেন: চলুক।