নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিথি লেখক

বরং দ্বিখণ্ডিত হও , বেছে নাও দ্বিতীয় পথ, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়.

স্বপ্নবিলাসি

পরিবর্তনের কথা বলে যাবো

স্বপ্নবিলাসি › বিস্তারিত পোস্টঃ

পিঁপড়ে কাহিনী -২

১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩১

কালাহার মরুভুমির অই আদিবাসীদের দেবতার নাম কানু ,তিনি বিভিন্ন ধরনের রুপে আসতেন বলে তাদের বিশ্বা। ... তবে তারা বিশ্বাস করে প্রাইম mandis তার পছন্দের রুপ ,এখানে উল্লেখ করা দরকার normally আমরা এলিএন দের যেমনটা ভাবি তাদের চোখ গুলো এটাও অনেকটা এরকম ,এক্ষেত্রে koi mil gaya মুভির জাদুর চোখগুলো যেমনটা ছিল টা বলা যায় ।:P এক্ষেত্রে প্রাসঙ্গিক ভাবে পিঁপড়ে মানবদের কথা চলে আসে ,দেবতা জিউস এর কাছে আরেকজন দেবতা বর চেয়েছিলেন পিঁপড়ের দলকে মানুষে পরিনত করতে ,অখান থেকেই ant people der জন্ম ,বাইবেল এ এমন পঙ্গপাল এর কথা বর্ণনা আছে যারা মানব জাতিকে ধ্বংস করতে পৃথিবী এসেছিল এবং এই অভিশাপ এসেছিল ৯ তি ধাপে ,কুরান মাজিদে কথা বলতে পারা পিঁপড়ের কথা উল্লেখ করা হয়েছে । usa te কিছু মানুষ এলিয়েন এর মাধ্যমে অপহৃত হওয়ার দাবি করেন ,এরকম একজন মহিলা তার অভিজ্ঞতার বর্ণনায় এলিয়েন দের আকৃতি গুবরে পোকা অথবা প্রাইম mandis এর মত বলে দাবি করেন ,হয়ত এলিয়েন রা আমাদের উন্নত করতে এই কাজ করে থাকতে পারে । আরেকটা অদ্ভহুত ব্যাপার হল পিঁপড়ে দের সাথে আমাদের অনেক মিল আছে ,ওদের সমাজ বেবস্থা আছে ,শ্রম বিভাজন আছে ,রাজা রানি আছে ,শৃঙ্খলা আছে ,সৈন্য বাহিনি আছে এরকম আরও অনেক কিছু । এখন কথা হল এটা কি সম্ভব ওদের সাথে আমাদের বিবরতন গত মিল থাকার ? হুম সম্ভব ,কিছু জিন থাকে যা অন্যত্র সহজেই প্রতিস্থাপন করা যায় ,এদের ট্রান্স located gene বলা হয় । তাই পিঁপড়ে দের মাধ্যমে আমাদের dna তে ওদের কিছু জিন চলে আশা অসম্ভব না ।.sesh করব ২ টা পয়েন্ট দিয়ে । অনেকেই মনে করেন future weapon হবে পিঁপড়ে আকৃতির ,যেগুলো কে বলা হয় bio mechanic weapon ,জিনগত কিছু পরিবরতন এনেই এটা করা সম্ভব ,মার্কিন রা সম্প্রতি গবেষণায় পিঁপড়ের optic lobe এ led সেন্সর দিয়ে উড়া টা control করতে পেরেছে এবং পেশি সঞ্চালন ও নিয়ন্ত্রণ করতে পেরেছে ।।বিজ্ঞানিদের মধ্যে কেউ কেউ মনে করেন alien ra আমাদের নিয়ন্ত্রণ করছেন ,অচিরেই মানব সভ্যতা বিলুপ্তির পথে যাবে ,ওরা আমাদের পথ দেখাচ্ছে ,এবং ভবিষ্যতে মানুষ ২ ভাগ হতে পারে যাদের একটা প্রজাতি মাটির নিচে থাকবে , তখন পিঁপড়ে মানব বেপারটা অসম্ভব নাও হতে পারে আর যাই elien আমরা খুজে বেড়াচ্ছি তাদের সাথে এই পোকা পিঁপড়ে দের সম্পর্ক থাকতে পারে । (এখানে একটা কথা বলা প্রয়োজন ,এই লেখাটা মৌলিক না ,যৌগিক ,idea টা ancient alien অনুষ্ঠান থেকে নেওয়া :):DB-);) )

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

সুমন কর বলেছেন: সাথে আছি।

১২ ই জুন, ২০১৪ রাত ৯:৩৮

স্বপ্নবিলাসি বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

২| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ইন্টারেস্টিং

৩| ১২ ই জুন, ২০১৪ রাত ৯:৪১

স্বপ্নবিলাসি বলেছেন: সত্যিই আপনাদের মন্তব্য এ লেখার উৎসাহ আরও বেড়ে গেল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.