নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিথি লেখক

বরং দ্বিখণ্ডিত হও , বেছে নাও দ্বিতীয় পথ, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়.

স্বপ্নবিলাসি

পরিবর্তনের কথা বলে যাবো

স্বপ্নবিলাসি › বিস্তারিত পোস্টঃ

নাৎসিজম ,crossfire আর নিভৃত কান্না

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩

বর্তমানে দেশে সবচেয়ে আলোচিত দুইটা বিষয় । একটা হল নাশকতা আর হল croossfire .

নাশকতার ঘটনা মাত্রা ছাড়িয়ে জাচ্ছে ,তেমনি মাত্রা ছাড়াচ্ছে ক্রসfire এর ঘটনা যদিও দুটোকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে না কিন্তু অমানবিকের দিক থেকে দুইটাই অমানবিক ।



পেট্রোল বোমা কে বা কারা মারছে সেটা নিয়ে তর্কে জাচ্ছি না ।বিরোধী দলের এরাই সিংহভাগ ঘটনা ঘটাচ্ছে ।:|

তবে যেই করে থাকুক এরা অমানবিক এবং মনুষ্য শ্রেনির মধ্যে পরে না আর police,rab এদের কথা কি বলব ? এরা কথা বলে media coverage পেয়ে মজা পেয়ে গেছে ।আর নিজেদের কাজ ভুলে এই নিয়েই আছে ।

এবার আশি crossfire বিষয়ে ।এই একটা জিনিশ আমি সবসময় ঘৃণা করছি এবং যতদিন বেঁচে থাকব করে জাব।একটা সময় আব্বু কেন rab এ জাওয়ার সুযোগ পেয়ে গেল না সেটা নিয়ে আফসোস ছিল কিন্তু এখন নেই ।কারন rab হল একটা নাৎসি বাহিনি ।এরা just কুকুরের থেকেও খারাপ । এদের প্রতিনিয়ত একি গল্প শুনে আর পড়তে পড়তে বিরক্ত ।রাতের অন্ধকারে নিরজন জায়গায় নিয়ে brushfire করে লাশ মর্গে ফেলে আসা আর বন্দুকজুদ্ধ নাম দেওয়া -অদ্ভহুত।X( আজব এই দেশে সবই সম্ভব ।আরেকটা ব্যাপার -যাদের এখন মারা হচ্ছে তারা bnp/jamat shibir এর নেতাকর্মী ।নাশকতা হলেই এদের মারবে কেন? কারন পুলিশ যদি জানেই এরা জড়িত তবে নাশকতা রুখতে পারে না কেন ? X((

মানবাধিকার কমিশন এর chairman সবচেয়ে নিকৃষ্ট লোকদের একজন ।মারাত্তক রকমের ভণ্ড লোকটা ।

জাই হোক crossfire বন্ধ হবে এই অলীক কল্পনা করে লাভ নেই ।বেটার valendine day r moto crossfire এর অ গল্প প্রতিযোগিতা হোক ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

মাঘের নীল আকাশ বলেছেন: চরম আবেগী লেখা!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

স্বপ্নবিলাসি বলেছেন: আসলে গত.. কয়েকদিনের বাড়াবাড়ি দেখে আবেগে লিখে ফেলছি :p

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: ভাই বাংলা শব্দ ইংরেজিতে লিখলেন কেন? মত, রা এগুলার কথা বলছি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

স্বপ্নবিলাসি বলেছেন: ভাই ব্লগে নিয়মিত লেখা হয় ণা তাই এখনও পুরো রপ্ত করতে পারি নাই ।চেষ্টা করছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.