![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি না কেমন আছো,
খুব দেখতে ইচ্ছে করছে তোমায়..
হয়তো ভুলে গেছো আমাকে,
কিন্তু স্মৃতির পাতা আগলে
এখনো ধরে রেখেছি তোমায়।
জানি খুব সুন্দর করে
সাজিয়ে রেখেছো তোমার জীবনটাকে,
আর এখন অগোছালো আমার জীবন।
যখন তোমার সাথে সম্পর্ক ছিলো আমার,
তখন রঙ ধনুর সাত রঙ
ঘিরে রেখে ছিলো আমায়!
এখন শুধু তুমি নেই
কিন্তু তোমার ভালবাসা
আমার কাছে আজো চির অমলিন .......
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪
বিজন রয় বলেছেন: কিন্তু তোমার ভালবাসা
আমার কাছে আজো চির অমলিন .......
ভালবাসা এরকম হওয়া ভাল।