![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোগীকে কি হইয়াছে জানিতে চাহিবা মাত্রই বলিল,"জি ঘাঁটছে" :O
জি ঘাঁটছে????
ইহা আবার কি G কে কি ঘাঁটিয়া তাহার সহিত F যুক্ত হইয়া উনার কি GF হারাইয়া গিয়াছে
তিনি কি সেই শোকে কাতর :O নাকি ভিন্ন কিছু
অতপর বুঝিতে পারিলাম, "জি ঘাটা" মানে বমন ভাব, ঢেঁকুর ও উদরের গোলযোগের সমষ্টি
নোয়াখালীতে একবার রোগীকে তাহার সমস্যা জানিতে চাইলে বলিয়াছিল, " প্যাঁট কাম্বায়" যাহার সরলীকরণ, পেট ব্যথা :v
রোগীদের প্রকাশের ভাষা একেক জনের একেক রকম, "ভুট ভুট, কুটকুট, চিনচিন, কনকন, উঠাল পাডাল, ধরানো,টাটানো, গনগনানো......" ব্লাহ ব্লাহ ব্লাহ বলা যায় একধরণের ভাষা না হয়েও কোন স্বতন্ত্র অর্থ করে নেয়া প্রকাশ।
যাই হোক একটি মজার তথ্য দেই, এবডোমিনাল কোন অপারেশান হলে সার্জারি পরবর্তী সময়ে সার্জনদের প্রথম জিজ্ঞাসা থাকে " রোগীর পায়াখানার রাস্তায় বায়ু বের হয়েছে কিনা" কারন এই বায়ু নির্গমনের উপর অপারেশানের ভাল মন্দের অনেক গুরুত্ব বহন করে।
এক্ষেত্রে বলাই যায়, সার্জনের হাসি রোগীর ঐ পায়ুর বায়ুর ভাষায় =D
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৩
নাবিক সিনবাদ বলেছেন: