নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চিকিৎসক, সাদামাটা লেখক

শুভকবি

একজন চিকিৎসক, সাদামাটা লেখক

শুভকবি › বিস্তারিত পোস্টঃ

সংস্কার চাইনা মুক্তি চাই

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯


" কালি পূজা না হবার আগে এই পোকা আর যাইবনা"(আলোর জন্য ভীড় করা পোকা দেখে) রেস্টুরেন্টে কফি চাখার সময় রেস্টুরেন্ট বয়ের মুখে একথা শুনে চমকে উঠেও বিস্ময়বোধ করলামনা কারন-
- মুরুব্বি গোছের কেউ এক গালে থাপ্পড় দিলে বিয়ে হবেনা এই কারনে ছোটবেলায় আরেক গাল পেতে দিয়ে বলতাম,"দ্যান আরেকক্ষান থাপ্পড় দ্যান, তা না হইলে বিয়া হইবনা" :)
-জমজ কলা দেখলেই খাইছি,জমজ বাচ্চার বাপ হমু তাই =p~
-গলায় কাটা বিধলে বিলাইয়ের পা ধরছি :-P
-খেলবার গিয়া পায়ে আঘাত পাইলে কেরাসিন লাগাইছি :-<
-ফলের বিচি খাইয়া চিক্কুর পারছি পেটে গাছ হইব তাই :-&
-মাথায় টোকা লাগলে আরেকটা টোকা দিছি তা না হইলে শিং হইব এই ডরে B-)
-ভোরে খারাপ স্বপন দেইখা কাইন্দা দিছি সত্য হইব তাই
ব্লাহ ব্লাহ ব্লাহ.....................এহেন কু-সংস্কারে আচ্ছন্ন আমাদের পুরো সমাজ তাই কালি পূজো শেষের আগে যে আলো দেখে ভীড় করা পোকা আধারে হারাবেনা সেটা রেস্টুরেন্ট বয়ের বলাটা অনুমেয় =p~
যাইহোক, রাজারামমোহন রায় যিনি সমাজের অনেক কুসংস্কার দূর করেছেন, তার মাঝে একটি ছিল,হিন্দুদের মাঝে তিনিই প্রথম যিনি সমুদ্র যাত্রা করেছিলেন !:#P
মজার তথ্য এটাই যে তিনি সমুদ্র যাত্রা করে এই কুসংস্কার দূর করলেও তিনি যাত্রা করে আর ফিরে আসতে পারেননি, বরং সেই ব্রিস্টলে মারা গিয়েই আরেক কুসংস্কারের জন্ম দেন যে,তিনি সমুদ্র যাত্রা করেছেন বলেই মারা গিয়েছেন /:)
তা যা বলছিলুম,আমি আজ্ঞে কালি পূজো কবে শেষ হবে এই অপেক্ষায় আছি তাও যদি এই রাতে আলো দেখিয়া আসা পোকারা একটু তিমিরে যাক এই আশায় B:-)
সত্যিই," পোকার জ্বালায় ঘুম আসেনা একলা জেগে রই"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.