নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার প্রেম জাগে গভীর রাত্রে,
আকাশে চাঁদ উঁকি দিলে তুমি তৃষ্ণার্ত হও
তোমার ওষ্ঠ সুখ খোঁজে পুরুষের অধরে।
তুমি চঞ্চল হয়ে ওঠো নদীর স্রোতে,
তোমার নৌকায় মাঝি হয় কুবের
কপিলা হয়ে বাঁধো তারে যৌবনের ফাঁদে।
চুপিসারে ছুঁয়ে যাও তুমুল রাত্রির গভীরে,
রাত্রি কাটে তবু তৃষ্ণা মেটে না,
ক্লান্ত আমি খুঁজে ফিরি তোমায়, শেষ প্রহরে।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪১
shubh+r বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি এত চিন্তা ভাবনা করে লিখি না। ভালো না লাগলে ক্ষমা করবেন ও আমার লেখা ইগনোর করে যাবেন।
২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০৭
মেঘনা বলেছেন: সুন্দর কবিতা। তবে মনে হয় ইসলামিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।