নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আসবে—এই প্রতীক্ষায়
অস্থির দিনগুলো কাটে।
তোমার স্পর্শের অভাব,
তোমার কণ্ঠের মায়া—
সব কিছুতেই হৃদয়ে বয়ে যায় ব্যথার ঝড়।
তুমি ভুলেছো হয়তো
বা ভেবেছো, আমি আর নেই।
তবুও প্রতীক্ষা ছাড়তে পারি না,
তোমার নামে প্রতিটা নিশি ফোটে।
তুমি এলে যদি—
বৈশাখের মেঘ হয়ে এলে,
চৈত্রের খরাও মেনে নেব।
তোমার পদধ্বনি যেন
মাটিতে চিরস্থায়ী দাগ ফেলে যায়।
বিরহের কষ্টে ঘিরে যায় সন্ধ্যা,
ধূলি মেশা ধোঁয়া যেন
অপরূপ রঙে আঁকে বেদনার চিত্র।
তুমি আসো—যে রূপেই আসো।
তবুও আসো, আমায় জড়িয়ে ধরো।
শুধু বলো, "ভালোবাসি।"
তোমার কণ্ঠে সেই মধুর সুর—
আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।