নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্থির হয়ো না,
শুধু শ্বাস নাও গভীর।
পৃথিবী ভেঙে পড়বে না,
তোমার আত্ন চিৎকারে।
তোমার অন্তরে যে আগুন,
তা নেভানোর দায় কার?
তোমার চোখের জল,
সে কি অন্য কারো বোঝা?
সহিষ্ণু হও,
শুধু আঁকড়ে থাকো।
দুর্বল হয়ে ভেঙে পড়া
পৃথিবীর নিয়ম নয়।
তোমার কাজ
অন্ধকারে আলো খোঁজা,
অস্থিরতায় নিজের ভেতর
নির্ভীক শিকড় গাঁথা।
তুমি আগুন নও,
তুমি আগুনের নিয়ন্ত্রক।
তুমি ভাঙনের চিহ্ন নও,
তুমি নতুন নির্মাণ।
অস্থির হয়ো না,
শুধু নিজের দিকে ফিরে চাও।
একদিন আসবে সুদিন
সেদিন বেশি দুরে নয়।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।