| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সত্য! আহা কি সুন্দর নিষিদ্ধ বিস্ময়কর উপাখ্যান।  
ক্ষমতার চতুরতায় অন্ধকারাচ্ছন্ন গোপন কাল কুঠিতে 
বন্ধ হয়ে আছে কাল থেকে মহাকালের অন্তিম অভিযাত্রায় । 
চার দিকে সব কিছুই বানোয়াট সবটাই সাজানো, 
সত্যকে যে এখানে নির্বাসিত করা হয়েছে মিথ্যার বিষক্রিয়ায় , 
শত হাজার বছর ধরে মিথ্যা গ্রাস করে আছে তেজিষ্ক্রিয়া সত্যকে।  
সত্য! আহা কি সুন্দর নিষিদ্ধ মোড়কে বাঁধা এক গোপন উপাখ্যান।  
গোপন এই উপাখ্যানের নিষিদ্ধ মোড়ক ছিড়ে হয়তো কোন একদিন
চন্দ্রকান্তির তৈরির তীরের ফলা বধ করবে মিথ্যা নামক দানবকে।  
মিথ্যার পতন হবে আগত সন্তানদের মনের শুদ্ধতার সূচিন্ত নেতৃত্বে। 
৩/০১/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড। 
 
০৩ রা জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৩৩
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৬  সকাল ১০:৩০
পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: চার দিকে সব কিছুই বানোয়াট
সবটাই সাজানো,
লাইন টা দারূণ লাগল