নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পাঠক বলছি।

কুয়াশায় জড়ানো পথে ধীর পায়ে হেঁটে চলি, পেছনে ফেলে যাই কিছু হতাশা, কিছু শঙ্কা আর..... সময়ের আর্বতনে জমাট বাধাঁ ক্ষতবিক্ষত হৃদয়ের মনিকোঠায় লুকিয়ে রাখা মৃত ভালবাসার রক্তিম পদছাঁপ

নীল আতঙ্ক

একজন অশ্লীল ১০+ লেখক,জীবনের একটা অংশ জুড়ে আছে হুমায়ন আহমেদ।রাজাকার একশত কোটি হাত দূরে থাকুন।কিছুটা আস্তিক কিছুটা নাস্তিক।কল্পনাবিলাসী।

নীল আতঙ্ক › বিস্তারিত পোস্টঃ

আধুনিক নারী

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০২

তোমার পরিচয় এখন
একটা ফ্ল্যাট,একটা দামী গাড়ি
নাইট ক্লাবের নৈশ প্রহরিণী ।

তোমার পরিচয় এখন এলইডি টেলিভিশন
হালের ইনবক্স
অভিজাত বিউটি পার্লার
একটা ফুলা গ্লাস, রঙিন ঝাঁঝালো বোতলের ছিপি ।

তোমার পরিচয় এখন
বনভূমির নিস্তব্ধতা,অভিনীত বাঁকা হাসি
একটা জলাশয়,একটা ইলিশ মাছ ।

তোমার পরিচয় এখন
ভ্রুণ হত্যার দায়ে বারবার রমণী হয়ে ওঠা !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩১

আহসান জামান বলেছেন:
চমৎকার, সুন্দর বুননে লেখা। ভালো থাকবেন।

২৬ শে মে, ২০১৫ রাত ৩:০১

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)
লম্বা বিরতি দিয়ে রিপ্লে দিচ্ছি দেখে ক্ষমা চাইছি।
পাসওয়ার্ড টা ভুলে গিয়েছিলাম :(
আশা করি এখন থেকে আবার নিয়মিত আশা হবে।
শুভরাত্রি...... ভালো থাকবেন।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১

নিলু বলেছেন: সব হত্যা একই নাকি ?

২৬ শে মে, ২০১৫ রাত ৩:০২

নীল আতঙ্ক বলেছেন: তা না......... কিন্তু হত্যা তো হত্যাই।
আর আমি আসলে সমজেই একটা সাইড কে বুঝাতে চেয়েছিলাম...... নাম তা মন মতো হইনি, আধুনিক নারী বলতে আমি সেই সব পার্টি গার্ল বাঁ সমাজের উপরের লেভেল এর ওই সব নারী দের বুঝাতে চেয়েছিলাম যারা খালি টাকার জন্যই এই সব করে থাকে

"লম্বা বিরতি দিয়ে রিপ্লে দিচ্ছি দেখে ক্ষমা চাইছি।
পাসওয়ার্ড টা ভুলে গিয়েছিলাম :(
আশা করি এখন থেকে আবার নিয়মিত আশা হবে।
শুভরাত্রি...... ভালো থাকবেন।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.