নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পাঠক বলছি।

কুয়াশায় জড়ানো পথে ধীর পায়ে হেঁটে চলি, পেছনে ফেলে যাই কিছু হতাশা, কিছু শঙ্কা আর..... সময়ের আর্বতনে জমাট বাধাঁ ক্ষতবিক্ষত হৃদয়ের মনিকোঠায় লুকিয়ে রাখা মৃত ভালবাসার রক্তিম পদছাঁপ

নীল আতঙ্ক

একজন অশ্লীল ১০+ লেখক,জীবনের একটা অংশ জুড়ে আছে হুমায়ন আহমেদ।রাজাকার একশত কোটি হাত দূরে থাকুন।কিছুটা আস্তিক কিছুটা নাস্তিক।কল্পনাবিলাসী।

নীল আতঙ্ক › বিস্তারিত পোস্টঃ

আজ আমার বয়স ১ মাস হলো, এই ব্লগে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ভালো আছি তো?!!!!!!

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৩

পাশ দিয়ে মুহুর্মুহু কতগুলো ট্রেন চলে গেল, খেয়াল নেই একটুও। একটা মলিন চেহারা, কাঁধে ব্যাগ আর দৃষ্টি শুধুই সামনে। বসে একটা ভাঙ্গা দেয়ালে, রেল লাইনের পাশে, চলে আসা জীবন থেকে পালিয়ে। ঠিক ৫ বছর আগের কথা। ব্যর্থতা, ভয় আর অসহায়ত্ব তখন মাত্রাহীন। নিরবতা তখন অস্তিত্তের সাথে লড়বার একমাত্র ভাষা।

এই ভাঙ্গা দেয়ালেই বসে দৃষ্টি মেলে দেখেছি, এক বীরকে জীবন থেকে পালিয়ে যেতে, আবার এখান থেকেই দেখেছি এক কাপুরুষকে সত্যের মুখোমুখি দাঁড়াতে। সেই থেকে যুদ্ধ চলছে। বড় আজব এ যুদ্ধ, না আছে কোন বিরতি, না আছে কোন শেষ। যুদ্ধের মধ্যে থেকে কিছু সময় নিজের করে নিয়ে আজ লিখছি।

সফলতা প্রাপ্তিতে রুপান্তর মানে হারানোর দাগগুলো আরও স্পষ্ট করা, বেদনাগুলো করা আরও বেশি নির্মম। সান্ত্বনা তখন সহ্যহীন আর প্রশংসা তখন উপহাস। দীর্ঘশ্বাস গুলো রয়েই যাবে ক্ষমার অযোগ্য আর স্বপ্ন, সেতো সুদূর পরাহত বিলাসিতা।

ভালো নেই তবুও ভালো আছি। বড় বেমানান আজ ভালো না থাকা।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনি ভাল থাকেন।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

নীল আতঙ্ক বলেছেন: পাশে বড় ভাইয়ের মতো থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনিও ভালো থাকবেন :)

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

খেলাঘর বলেছেন:


সহজ করে লেখার চেস্টা করেন।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

নীল আতঙ্ক বলেছেন: পাশে থাকবেন ভাইয়া.........
আপনারা পাশে থাকলে একদিন হইতো লিখতে শিখবো...... তারপর সহজ করে লেখাও শিখাও হয়ে যাবে।
ভালো থাকবেন ভাইয়া।
ধন্যবাদ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

মহান অতন্দ্র বলেছেন: নিরবতা তখন অস্তিত্তের সাথে লড়বার একমাত্র ভাষা। ভালো লাগলো , ভাল থাকবেন ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭

নীল আতঙ্ক বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগছে।
অনেক বেশি ধন্যবাদ রইলো আপনার জন্য। :D
আপনিও ভালো থাকবেন :)

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকার অবিরত প্রচেষ্টায় ভালো লাগা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

নীল আতঙ্ক বলেছেন: পাশে পাবার আকাঙ্ক্ষা রইলো ভাইয়া।
ভালো থাকবেন।
ধন্যবাদ :)

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭

নুর ইসলাম রফিক বলেছেন: অভিনন্দন নীল আতঙ্ক,
শুভ ব্লগিং

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০

নীল আতঙ্ক বলেছেন: আপনি ভাইয়া যেদিন থেকে আমাকে মন্তব্য করার স্বাধীনতা দিয়েছে শেই দিন থেকে পাশে আছেন......... আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না।
ভালো থাকবেন ভাইয়া :)

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮

আমিনুর রহমান বলেছেন:



সুন্দর করে জীবনের সুখ আর বিষাদের কথা বলেছে।

ভালো থাকুন নিরন্তর।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

নীল আতঙ্ক বলেছেন: আপনাকেও ভাইয়া ধন্যবাদ দিয়ে ছোট করবো না.........
অ্যাকাউন্ট খোলার পর থেকে আপনাদের পোস্ট গুলো পড়ে যাচ্ছিলাম।
কিন্তু ভালো লাগা প্রকাশ করতে পারছিলাম না......... কারন ১২ দিন নাকি আমি পর্যবেক্ষণে থাকব লেখা ছিল......... ওটা ১২ তে শেষ না হয়ে ২০ দিনে শেষ হলো।
তারপর নিজে লিখতে শুরু করলাম।
আর প্রথম থেকেই আপনাদের মতো বড় মাপের লেখক দের পাশে পাচ্ছি... ধন্যবাদ অনেক ছোট একটা শব্দ আপনাদের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য।
ভালো থাকবেন ভাইয়া :)

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো থাকার প্রচেষ্টা সার্থক হোক। অনেক বেশি ভালো থাকেন।
শুভকামনা রইলো।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

নীল আতঙ্ক বলেছেন: অনেক ভালো লাগলো কমেন্ট টা ভাইয়া......
পাশে আছেন দেখে ভালো লাগলো।
আর ভুলে যাবেন না বইমেলাতে আসছি আপনার সাথে দেখা করতে।
ভালো থাকবেন :)

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

ঢাকাবাসী বলেছেন: শুভেচ্ছা।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া......... ভালো থাকবেন :)

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

নেক্সাস বলেছেন: মাস পূর্তিতে শুভেচ্ছা।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪

নীল আতঙ্ক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

সুমন কর বলেছেন: ভালো নেই তবুও ভালো আছি। বড় বেমানান আজ ভালো না থাকা।

লেখা ভাল লেগেছে।

৩য় লাইক দিলাম।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

নীল আতঙ্ক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আগেও ২ টা লাইক ছিল তাই জানতাম না :P
ভালো থাকবেন :)

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

অপ্রতীয়মান বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা সামনের প্রতিটি সময়ের জন্যে.....



!:#P !:#P

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১

নীল আতঙ্ক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
:D :D :D

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৪

আলম দীপ্র বলেছেন: আসলে চাইলেই ভালো থাকা যায় !
আপনি ভালো থাকুন নিরন্তর ! এই শুভকামনায় ।
অবিরাম শুভেচ্ছা !

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

নীল আতঙ্ক বলেছেন: চেষ্টা করে যাচ্ছি ভাইয়া ভালো থাকার।
অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন :)

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪

তুষার কাব্য বলেছেন: মাস পূর্তিতে শুভেচ্ছা। আনন্দময় হোক ব্লগিং...

শুভেচ্ছা ও শুভকামনা....

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

নীল আতঙ্ক বলেছেন: অনেক বেশি বেশি ধন্যবাদ আপনাকে।
পাশে থাকার জন্য...... ভালো থাকবেন :)

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

মামুন ইসলাম বলেছেন: শুভ হোক ব্লগিং

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

নীল আতঙ্ক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী বাঙালি বলেছেন: কী বলবো জানি না। হয়তো এটাই জীবন। আমরা মানি বা না মানি, সুখে আছি কিংবা দুঃখে আছি, তবুও জীবনের চাকা থেকে নেই। চলছেতো চলছেই।
তারপরও আপনার ভালোটাই কাম্য।

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
এই ভাবে সব সময় পাশে থাকবেন আশা করি। :)

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

কলমের কালি শেষ বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা নীল । এক মাস যেন একশ বছর হতে পারে !!.. :)

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪

নীল আতঙ্ক বলেছেন: হাহাহাহা।
ধন্যবাদ ভাইয়া।
তবে একশো বছর বাঁচতে চাই না।
অল্প কিছু দিন বাঁচতে চাই, বাঁচার মতো করে। :)

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

চিরঞ্জীব লৌকিক বলেছেন: ভালো থাকুন সবসময়

২৬ শে মে, ২০১৫ রাত ৩:৪৪

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)
লম্বা বিরতি দিয়ে রিপ্লে দিচ্ছি দেখে ক্ষমা চাইছি।
পাসওয়ার্ড টা ভুলে গিয়েছিলাম :(
আশা করি এখন থেকে আবার নিয়মিত আসা হবে।
শুভরাত্রি...... ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.