নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পাঠক বলছি।

কুয়াশায় জড়ানো পথে ধীর পায়ে হেঁটে চলি, পেছনে ফেলে যাই কিছু হতাশা, কিছু শঙ্কা আর..... সময়ের আর্বতনে জমাট বাধাঁ ক্ষতবিক্ষত হৃদয়ের মনিকোঠায় লুকিয়ে রাখা মৃত ভালবাসার রক্তিম পদছাঁপ

নীল আতঙ্ক

একজন অশ্লীল ১০+ লেখক,জীবনের একটা অংশ জুড়ে আছে হুমায়ন আহমেদ।রাজাকার একশত কোটি হাত দূরে থাকুন।কিছুটা আস্তিক কিছুটা নাস্তিক।কল্পনাবিলাসী।

নীল আতঙ্ক › বিস্তারিত পোস্টঃ

ঘুম

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

চোখের সামনে ১১ মাসের একটা বাচ্চা মারা গেল। কিছুই না, পরম শান্তি তে ঘুমিয়ে গেল বাচ্চাটা! আর বাবা মার আহাজারি তে চারপাশ ভারি হয়ে উঠল। কি অদ্ভুত মায়াবী ঘুম! নিশ্চিন্তে চিরদিনের জন্য ঘুমিয়ে গেল। কি লাভ অত দেরীতে মরে? আগে আগে মরে যাওয়াইতো ভাল! একজন মা তো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে না, সন্তানের চিন্তায়। দায়িত্ববান সন্তান পারে না, বাবা মার চিন্তায়। পৃথিবীর কষ্ট সয়ে মৃত্যুতে ও শান্তি নেই! এমন শান্তিতে কয়জন টুপ করে ঘুমিয়ে পড়তে পারে! হিংসা হয়! তারপরও সবার চোখের আড়ালে হয়তো বাচ্চার বাবার আহাজারির সাথে সাথে আমার চোখ থেকে ও পানি গড়িয়ে পড়ে!!!!!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৬

নেক্সাস বলেছেন: হুম. সমাজ আমাদের জন্য বৈরি হয়ে উঠেছে। মুক্তি চায়, না হয় মৃত্যু

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৮

নীল আতঙ্ক বলেছেন: ঠিক তাই ভাইয়া :(

২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। কষ্টের ব্যাপার।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

নীল আতঙ্ক বলেছেন: চোখের সামনে এগুলো দেখা আর মেনে নেওয়া আসলেই অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় :(

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

ঢাকাবাসী বলেছেন: বড়ই কস্টের।

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

নীল আতঙ্ক বলেছেন: এই কষ্ট টা নেওয়া অনেক বেশি কষ্টের :(

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

তাহসিনুল ইসলাম বলেছেন: কষ্টদায়ক !

০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

নীল আতঙ্ক বলেছেন: আসলেই অনেক কষ্টের ভাইয়া :(

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

ডি মুন বলেছেন: পৃথিবীর কষ্ট সয়ে মৃত্যুতে ও শান্তি নেই! এমন শান্তিতে কয়জন টুপ করে ঘুমিয়ে পড়তে পারে! হিংসা হয়!

---- বাহ, সুন্দর লিখেছেন। কিন্তু জীবনটা তো সহজ কোনো ব্যাপার নয় তাই কষ্ট মানুষকে পেতেই হবে। চোখ থেকে জল ঝরবেই। এই মুহূর্তে শহীদুল জহিরের কয়েকটা লাইন মনে পড়ছে-

জীবন স্বপ্ন আর পলাতক রোমান্টিসিজমের সমাহার মাত্র নয়। জীবন বহন করতে হয়। জীবন এড়ানো যায় না। আর জীবন সংকটের ভেতর দিয়েই এগোয়।

তাই আমরা যারা টুপ করে মরে যেতে পারি না, বরং বেঁচে থাকি। তাদের কষ্ট আর সংকটের অবধি নেই। এভাবেই সময় খেয়ে খেয়ে জীবন এগিয়ে যায়।


অপ্রাসঙ্গিক মন্তব্য করে ফেললাম বোধহয়।
যাহোক, দৃষ্টি ক্ষমাসুন্দর হোক :)


ভালো থাকুন।
শুভকামনা রইল :)

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

নীল আতঙ্ক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
না অপ্রাসঙ্গিক কিছু ছিল না ভাইয়া। বরঞ্চ ব্যাখ্যা তা সুন্দর ছিল।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯

কাবিল বলেছেন: এমন কষ্ট হয়েছে, হচ্ছে, হতে থাকবে, আর এরই মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে।

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪

নীল আতঙ্ক বলেছেন: আছি তো বেঁচে ভাইয়া।
শ্বাস নেওয়াই যদি বেঁচে থাকা হয় তাহলে খুব ভালো ভাবেই বেঁচে আছি।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: গাছ থেকে একটা পাতা খসে পড়লেও কেউ কেউ কষ্ট পায়। একটা নিষ্পাপ বাচ্চার মৃত্যু কত কষ্টের হতে পারে এ থেকে সহজেই অনুমেয়।
কেউ কেউ আবার গাছের পাতা ঝরায় অনাবিল আনন্দ খুঁজে পায়। বিধাতা বুঝি এভাবেই সব কিছু সম বণ্টন করে দিয়ে পৃথিবীর ভারসাম্য রক্ষা করছেন। সুখ আর দুঃখ তাইতো চক্রাকারে ঘুরছে যেন। এটাই জীবন আর জীবন চলে জীবনেরই নিয়মে। শুভ কামনা রইলো নীল আতঙ্ক।

০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

নীল আতঙ্ক বলেছেন: অসম্ভব সুন্দর ব্যাখ্যা ভাইয়া।
কিন্ত মন তো সব সময় মেনে নিতে পারে না।
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন আপনিও।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫

কলমের কালি শেষ বলেছেন: :( :(খুব বেদনাদায়ক ।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩

নীল আতঙ্ক বলেছেন: আসলেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.