নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পাঠক বলছি।

কুয়াশায় জড়ানো পথে ধীর পায়ে হেঁটে চলি, পেছনে ফেলে যাই কিছু হতাশা, কিছু শঙ্কা আর..... সময়ের আর্বতনে জমাট বাধাঁ ক্ষতবিক্ষত হৃদয়ের মনিকোঠায় লুকিয়ে রাখা মৃত ভালবাসার রক্তিম পদছাঁপ

নীল আতঙ্ক

একজন অশ্লীল ১০+ লেখক,জীবনের একটা অংশ জুড়ে আছে হুমায়ন আহমেদ।রাজাকার একশত কোটি হাত দূরে থাকুন।কিছুটা আস্তিক কিছুটা নাস্তিক।কল্পনাবিলাসী।

নীল আতঙ্ক › বিস্তারিত পোস্টঃ

গল্পের আকার

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

মাহাবুব মূলত কবি, কবি হিসেবে খুব বেশী নাম ডাক না ছড়ালেও একজন অত্যন্ত উঁচু মানের কবি সে ;এই নিয়ে কারোর কোন সন্দেহ নেই। মাহাবুব গল্পও লেখে তবে সেসব কোনদিন প্রকাশ করেনি,কাউকে পড়তেও দেয়নি কারণ, মাহাবুব ভাবে ওর গল্প গুলো শেষ পর্যন্ত গল্প হয়ে ওঠেনা। তাই ব্লগে ওর গল্প গুলো দিতে গিয়েও নিজেকে গুটিয়ে নেয় সে ।



মাহাবুব দেখে এখানে অনেকেই গল্প লেখে কিছু পড়ে ভালও লাগে। বন্ধু হাসানের মাহাবুবের ভেতরের গল্পকারের সত্ত্বাটি সম্পর্কে বেশ জানা ছিল তাই প্রায়ই বলতো এই গুলো প্রকাশ ক'রে ফেল; মানুষ জানুক তোর ভেতরে একজন গল্পকার ঘুমিয়ে আছে। মাহাবুবও মনে মনে ভাবে হাসানের কথা গুলো।



একদিন ব্লগে মাহাবুব খুব ছোটো আকারের একটি লেখা পোস্ট করে । তবে সেটা অবশ্যই কবিতা নয় । দেখে এবং পড়ে হাসান ওকে জিজ্ঞেস করে- 'কিরে তাই বলে এতো ছোটো ? '। মাহাবুব হো হো ক'রে হেসে ওঠে, তারপর হঠাৎ থেমে গিয়ে বলে-" তুইতো জানিস, নিজেকে ভাঙতে ভাঙতে ভেতরটা টুকরো টুকরো হয়ে গেছে আমার! " সেই খন্ডিত টুকরো গুলোই আজ ব্লগের দেয়ালে ছুঁড়ে মারলাম । আকার যা-ই হোক না কেন গল্পতো হয়ে উঠলো ?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষ লাইন দুটি অনেক ভালো লাগল।

" তুইতো জানিস, নিজেকে ভাঙতে ভাঙতে ভেতরটা টুকরো টুকরো হয়ে গেছে আমার! " সেই খন্ডিত টুকরো গুলোই আজ ব্লগের দেয়ালে ছুঁড়ে মারলাম । আকার যা-ই হোক না কেন গল্পতো হয়ে উঠলো ?

লেখায় ভালো লাগা জানবেন।
শুভ কামনা।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

নীল আতঙ্ক বলেছেন: শুনে অনেক ভালো লাগলো।
ভালো থাকবেন......... ধন্যবাদ আপনাকে।
কিন্তু জানতে পারলাম না, 'আসলেই কি গল্প হলো?'

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সে তো আপনার প্রশ্নের মাঝেই আছে।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০

নীল আতঙ্ক বলেছেন: তা আছে। :P

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: ব্লগের দেয়ালে যা ছুঁড়ে মেরেছে সেটা সুগঠিত এবং লিখিত কোন গল্প না হলেও অলিখিত এবং অব্যক্ত একটা গল্প হয়েছে বটে। মাহাবুবের জীবনের গল্প। কষ্টের গল্প। যা পাঠে নয়, অনুধাবন আর উপলব্ধি দিয়ে বুঝে নিতে হবে।

০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া...... লেখার ভিতরের গল্প তা পড়ে নেওয়ার জন্য। না আপনার মতো করেই বলি কারন ওটাই একমাত্র উপায়......"অনুধাবন আর উপলব্ধি দিয়ে বুঝে নেবার জন্য"
ভালো থাকবেন ভাইয়া।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

নিলু বলেছেন: আসলেই তাই

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.