নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন পাঠক বলছি।

কুয়াশায় জড়ানো পথে ধীর পায়ে হেঁটে চলি, পেছনে ফেলে যাই কিছু হতাশা, কিছু শঙ্কা আর..... সময়ের আর্বতনে জমাট বাধাঁ ক্ষতবিক্ষত হৃদয়ের মনিকোঠায় লুকিয়ে রাখা মৃত ভালবাসার রক্তিম পদছাঁপ

নীল আতঙ্ক

একজন অশ্লীল ১০+ লেখক,জীবনের একটা অংশ জুড়ে আছে হুমায়ন আহমেদ।রাজাকার একশত কোটি হাত দূরে থাকুন।কিছুটা আস্তিক কিছুটা নাস্তিক।কল্পনাবিলাসী।

নীল আতঙ্ক › বিস্তারিত পোস্টঃ

জয়গুণ(ছোট গল্প)

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৬

জয়গুণ খাতুনের বিয়ে হল তিন মাস । বিয়ের পর পরই স্বামী তাহের আলী বিদেশে চলে যায় । জয়গুণের গায়ের রঙ কালো কিন্তু শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে । মিষ্টি এক চেহারা । তাঁর এই রূপ অন্যরকম মাদকতা ছড়ায় । তাঁর এই সৌন্দর্যে পাড়ার যুবকদের হৃদয় খুন হয়ে যেতে চায় । জয়গুণ যখন পুকুর ঘাট থেকে ভেজা কাপড়ে ওঠে এসে ঘরে ফেরে, ফেরার পথ টুকুতে তখন গোপন চোখের চাহনি তাঁর সুডৌল বুকের ভাঁজে গিয়ে পড়ে । চোখ অন্ধ হয়ে যেতে চায় যুবকদের । কেউ কেউ বাজে মন্তব্য করে, কেউবা দূর থেকে কু-প্রস্তাব দেয় । কিন্তু বিয়ের ব্যাপারে কেউ আর এগিয়ে আসেনা ।

কাছে, দূরে থেকে অনেক সম্বন্ধ এলেও তা বেশি দূর এগোয় না । জয়গুণ কষ্ট পায় । বুকের গভীরে কষ্ট লুকিয়েও কেমন অদ্ভুত হাসি দেয় ! হাসি মিলিয়ে গেলে চোখে মুখে ভাসে সঙ্কার চিহ্ন । সংকটের গুনগুন শব্দের আওয়াজ যেন কানে এসে ভেঙে দিতে চায় নারীত্বের অহংকার ! কিন্তু জয়গুণের যে গুণ গুলো আছে সে দিকটায় কেউ নজর দেয় না। শান্ত জয়গুণ তবুও ধৈর্য দেখায় । অপেক্ষা করে স্বপ্নের বরপুত্রের ।

একুশ বছরের জয়গুণের পড়ালেখা বন্ধ হয়ে যায় আরও পাঁচ বছর আগেই, বাবা মারা যাবার পর পরই । বিয়েটাও সে কারণেই । জয়গুণ বিয়ের কথা ভাবত না । তাঁর ভাবনায় আসেনি অনেক দিন । কিন্তু এখন আসে । তাঁর ভেতরে এটা ঢুকিয়ে দেয়া হয়েছেন । আরও বলা হয়েছে যে কালো মেয়েদের যত দ্রুত সম্ভব বিয়ে হয়ে যাওয়াই ভাল । বসে থাকতে নেই ।

তাহের আলী এই বিয়েতে আপত্তি করেনি । এমনকি তাঁর পরিবারও । কারণ, বয়স পয়তাল্লিশ পেরিয়ে গেছে এখন আর পাত্রী বাছাইয়ের সুযোগ নেই । যদি তা না হতো তাহের আলীর পরিবারও ফিরে যেত নিশ্চিত; অন্যরা যে কারণে গেছে । বিয়ের একমাসের মাথায় স্বামী চলে যায় বিদেশে । জয়গুণের কষ্ট হয়না ! কাঁদে না ! মন বিষণ্ণ হয়ে ওঠে না ! যেন সে মুক্তি পায়.

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০২

নিলু বলেছেন: লিখে যান

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করবো।

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো। ছোট সুন্দর !

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)
ভালো থাকবেন, শুভরাত্রি।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: মানুষের আসল সৌন্দর্য তার গায়ের সৌন্দর্যের উপর নির্ভর করে না, করে চরিত্র আর মনের সৌন্দর্যের উপর। আমরা সবাই জানি এটা। কিন্তু এর বাস্তব প্রয়োগে এখনো আমাদের মধ্যে সংকীর্ণতা রয়ে গেছে। আর সে জন্যই জয়গুনের মতো গুণবতী মেয়ের বিয়ে হয় না। আর হলেও অনেক সময় তাদের জন্য উপযুক্ত পাত্র পাওয়া যায় না। বেশীর ভাগ ক্ষেত্রেই হয় বিবাহিত আর নয় হয় বয়স্ক। তারপরও বিয়ের পর তারা যথার্থ সম্মান পায় না। যেমন পায়নি এই গল্পের জয়গুন। তাইতো আপনি কঠিন সত্যটা গল্পের শেষে উল্লেখ করেছেন। বলেছেন,।
//বিয়ের একমাসের মাথায় স্বামী চলে যায় বিদেশে । জয়গুণের কষ্ট হয়না ! কাঁদে না ! মন বিষণ্ণ হয়ে ওঠে না ! যেন সে মুক্তি পায়.//

মানুষের বিচার্য হোক মনুষ্যত্ব ও মানবতা; কোন ধর্ম, গোষ্ঠী, বর্ণ কিংবা লিঙ্গ নয়।
আমাদের সমাজের একটা অন্ধকার দিককে গল্পে তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ নীল আতঙ্ক।

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

নীল আতঙ্ক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এতো সুন্দর বিশ্লেষণ মূলক মন্তব্য করার জন্য।
আমরা সবাই চাই মানুষের সংকীর্ণটা দূর হউক।
ভালো থাকবেন।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো ছোট গল্প....

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০১

নীল আতঙ্ক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৬

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার লেখা । ভাল থাকবেন ।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০১

নীল আতঙ্ক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৩

কাবিল বলেছেন: ভালো লাগল





ভাল থাকবেন ।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪

নীল আতঙ্ক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভরাত্রি :)
ভালো থাকবেন :)

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

ফ্‌জলূল করিম বলেছেন: কোন ভাবেই মন্দ লাগে নাই ।+++++






শুভ কামনা রেখে চললাম==========

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৪

নীল আতঙ্ক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভরাত্রি :)
ভালো থাকবেন :)

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: আসলে আমরা মুখেই শুধু বলি- আমরা বর্ণবাদী নই। কিন্তু সব পুরুষই বিয়ে করার ক্ষেত্রে একটা ফর্সা মেয়ে খুঁজে বেড়ায়।

সুন্দর একটা গল্প।

২৬ শে মে, ২০১৫ রাত ৩:৪৬

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)
লম্বা বিরতি দিয়ে রিপ্লে দিচ্ছি দেখে ক্ষমা চাইছি।
পাসওয়ার্ড টা ভুলে গিয়েছিলাম :(
আশা করি এখন থেকে আবার নিয়মিত আসা হবে।
শুভরাত্রি...... ভালো থাকবেন।

৯| ২৬ শে মে, ২০১৫ রাত ৩:০৩

মাহমুদ০০৭ বলেছেন: //বিয়ের একমাসের মাথায় স্বামী চলে যায় বিদেশে । জয়গুণের কষ্ট হয়না ! কাঁদে না ! মন বিষণ্ণ হয়ে ওঠে না ! যেন সে মুক্তি পায়.//
একদম আসল জিনিস টাই তুলে এনেছেন । এরপর আর বলার কিছু থাকেনা।
ভালো লাগা রইল ।
শুভকামনা জানবেন ।

২৬ শে মে, ২০১৫ রাত ৩:৩৬

নীল আতঙ্ক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)
ভালো থাকবেন।
শুভ ভোররাত্রি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.