![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন অশ্লীল ১০+ লেখক,জীবনের একটা অংশ জুড়ে আছে হুমায়ন আহমেদ।রাজাকার একশত কোটি হাত দূরে থাকুন।কিছুটা আস্তিক কিছুটা নাস্তিক।কল্পনাবিলাসী।
আমার ঘৃণা কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন
আবর্জনার স্তূপ দেখলে এখন আর ঘৃণা হয় না ।
কিছু জীব জন্তু দেখলে ঘৃণা হতো এখন আর হয় না ।
শত্রুকে এখন বেশ আপন মনে হয় ঘৃণা হয় না ।
শৈশবে একবার কুকুর কামড়ে ছিল আমাকে সেই থেকে কি যে ঘৃণা ;
তবে এখন আমার কুকুর দেখলে বেশ ভালো লাগে ভালবাসতে ইচ্ছে করে ।
রাস্তার পাশে মল মূত্র ঘৃণা করে সবাই, আমিও করি
কিন্তু কি আশ্চর্য এখন আমার তা দেখতে বেশ ভালো লাগে ঘৃণা হয় না ।
রেস্তোরায় ঘাম হাতে বেয়ারার খাবার পরিবেশন বেশ ঘৃণিত ছিল আমার কাছে
এখন ঐ হাতের খাবার বেশ ভালোবাসি আমি ঘৃণা হয় না ।
চায়ের দোকানে এক কাপে অজস্র ঠোঁটের চুম্বন খুব ঘৃণা হতো
এখন ঐ কাপে চুমুকের কি সুখ আমি বুঝে গেছি ঘৃণা হয় না ।
বুঝে উঠবার পর কিছু কবির কবিতা পড়লে বমি হতো ঘৃণার দহনে পুড়িয়ে ছাই করে দিতাম ঐ সব
কিন্তু কি আশ্চর্য এখন সেইসব কবিদের কবিতা পড়ে আনন্দ জাগে ঘৃণা হয় না ।
আমার এখন ঘৃণা হয় শুধু অসুস্থ রাজনীতিকে
আমার এখন ঘৃণা হয় শুধু ভণ্ড, কপট, বিকার গ্রস্থ রাজনীতিবিদদের।
২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫
নীল আতঙ্ক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আমি আসলে ভাইয়া অনেক কাঁচা হাতে লিখি...... আর লেখার পর পড়েও তেমন দেখি না...... তাই অনেক ভুলভ্রান্তি থাকে, আপনারা আছেন, ধরিয়ে দিচ্ছেন এখন চোখে পড়ছে।
আসলেই শেষ চার লাইন এর দরকার দেখছি না।
ব্যাপার টা ধরিয়ে দেবার জন্য আবারো ধন্যবাদ ভাইয়া।
শেষ চার লাইন আমি কেটে দিচ্ছি।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঘৃণার বহিঃপ্রকাশে ভালো লাগা।
+++
২৬ শে মে, ২০১৫ রাত ২:৪৭
নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ
লম্বা বিরতি দিয়ে রিপ্লে দিচ্ছি দেখে ক্ষমা চাইছি।
পাসওয়ার্ড টা ভুলে গিয়েছিলাম
শুভরাত্রি...... ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: দেশের অসুস্থ রাজনীতি আর বিকারগ্রস্ত রাজনীতিবিদদের কতটা ঘৃণা করলে এভাবে কবিতায় ব্যবচ্ছেদ করা যায় ভাবছি। ঘৃণা প্রকাশের ধরণটা বেশ ভালো লাগলো। দ্রোহের সাথে ঘৃণা মিশিয়ে বেশ দৃঢ় উচ্চারণ করেছেন নীল আতঙ্ক।
কবিতাটির শেষ চার পংক্তিকে বাহুল্য মনে হল। কারণ শেষ চার পঙক্তিতে যা বলেছেন সেটা কিন্তু কবিতাটির বাকী পঙক্তিতেই ইতিমধ্যে চলে এসেছে। ভেবে দেখতে পারেন। নিরন্তর শুভ কামনা রইলো নীল আতঙ্ক।