নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা - আমার সবচেয়ে প্রিয় অপরাধ, হতাশা - সেই অপরাধের শাস্তি।

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।

সিফাতুল্লাহ

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।

সিফাতুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের রং

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১





আমি নিজ হাতে বানিয়েছি এটা। বাংলাদেশের পতাকার রাষ্ট্রীয় বিধি অনুসারে আকার-অনুপাত, রং, বৃত্তের ব্যাসার্ধ ও অবস্থান সব সেট করেছি।

কোনো কারনে JPEG ফরম্যাটে রং ঠিক মত ফুটে উঠে না, Bitmap ফরম্যাটে ভাল রং আসে।





১) ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাক্ষেত্রাকার

২) বৃত্তের কেন্দ্রের অবসস্থান হবে - পতাকার দৈর্ঘ্যের ৯/২০ হতে একটি উল্লম্ব (উপর-নিচ) রেখা ও প্রস্থের মধ্যবিন্দু হতে অঙ্কিত আনুভুমিক (পাশা-পাশি) রেখার পরস্পর ছেদ বিন্দু

৩) বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্যের ১/৫

৪) সবুজ - Procion Brilliant Green H-2RS 50 parts per 1000

. এখানে CMYK কালার মডেলে অনুপাত হবে 100-0-70-40

. আর RGB (web color) হবে #006a4e (0-106-75)



৫) লাল - Procion Brilliant Orange H-2RS 60 parts per 1000.

. এখানে CMYK কালার মডেলে অনুপাত হবে 0-100-80-5

. আর RGB (web color) হবে #f42a41 (244-42-65)



ফটোশপে দেখেছি JPEG (.jpg)/.png/.gif ফরম্যাটে সেভ করলে রং ঠিকমত আসে না। Bitmap (.bmp) ফরম্যাটই ভালো। পরে JPEG (.jpg)-তে কনভার্ট করে নিলে ঠিক থাকে।



সূত্র - [PEOPLE’S REPUBLIC OF BANGLADESH FLAG RULES, 1972

(Revised up to May, 2010)

Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭

মশিকুর বলেছেন:
ছোটবেলায় আঁকতাম। মনেপরে গেল। রং এবং মাপ ঠিক থাকলে তবেই একে জাতীয় পতাকা বলা যাবে। অথচ মাপ ঠিক নাই, অনেকদিনে রং নষ্ট হয়ে গেছে, এরকম নিদর্শনই আমরা বেশী দেখি। এ রকম পতাকা প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল বা যেকোনো মানুষ, কি ধরনের দেশপ্রেম দেখাতে চান তা বোধগম্য না।

পোস্টে +

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬

সিফাতুল্লাহ বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.