নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা - আমার সবচেয়ে প্রিয় অপরাধ, হতাশা - সেই অপরাধের শাস্তি।

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।

সিফাতুল্লাহ

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।

সিফাতুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ব্লগের প্যাঁচালী

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬

ব্লগের প্যাঁচালী

|| প্রথম পর্ব ||

“অর্ডার! অর্ডার! ...”
জজ সাহেব সশব্দে চেঁচালেন। আজ তাকে খুব টেন্সিতো মনে হচ্ছে। তার দীর্ঘ ১০ বছরের ক্যারিয়ারে এমন সমস্যার সম্মুখীন হতে হয় নি। সুপ্রিম কোর্টের জজ দের মধ্যে শেয়াল কোটার খুব দৌরাত্ব্য। সেখানে ভালুক সম্প্রদায়ের হয়ে সুপ্রিমকোর্টে ঢুকে তিনি রীতিমত ইতিহাস রচনা করে ফেলেছেন। তা ও আবার মধুপুর-ভাওয়ালের মত বিশাল জঙ্গলের সুপ্রিম কোর্ট। চারটি খানি কথা না। যদিও আজকের ইস্যু টা আঞ্চলিক তো না ই, জাতিয় বললেও ভুল হবে। এটি একটি আন্তর্জাতিক ইস্যু।

মিডিয়া কর্মিরা উপস্থিত। একের পর এক ছবি তুলছেন ঝিঝি পোকার দল। ফ্ল্যাশে চোখ ধাঁধানো অবস্থা। প্রসিকিউটর মি. বেঙ্গল টাইগার কে আজ বেশ শান্ত দেখাচ্ছে। মনে হচ্ছে চার পাশে কি হচ্ছে তাঁর কোন মাথা ব্যথা নেই। তিনি আজ কি কি বলবেন তা আগে থেকে ঠিক করা আছে। বলেই বাসায় চলে যাবেন। ডিফেন্স লইয়ার শেয়াল পণ্ডিত আছেন গিয়ারে। রিসেন্টলি নিজের একটা ল'ফার্ম খুলেছেন। রমরমা ব্যবসা। দিনকাল বেশ ভাল যাচ্ছে তার। তিন মাস হল নতুন বিয়ে করলেন। এটি তার ৩য় বিয়ে। উনার নতুন ওয়াইফের লেজের সাইজ ও রঙের বেশ সুনাম শুনেছি। একদিন গিয়ে দেখে আসা দরকার।

ডিফেন্স বলে উঠলেন – “ইওর অনার! এখানে কেবল আমার ক্লায়েন্ট মি. কক-কক আর তার ফ্যামিলির মান সম্মান এ নয়, বরং সমগ্র মুরগি জাতির উপর আঙ্গুল তোলা হচ্ছে। কাঁদা ছড়াছড়ির আগে আমাদের কে এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। আমরা এমনি এমনি কোন জাতিকে কলঙ্কিত করতে পারি না। ব্যাপারটি খুবই সহজ। মুরগি ছাড়া আণ্ডা হয় না, মুরগ ছাড়া মুরগি আণ্ডাও দেয় না, আবার আণ্ডা একলা একলাও পয়দা হয় না। সব কিছুর জন্য আগে দরকার একটা মোরগ।...”

কোর্টে কোথাকার পানি কোথায় গিয়ে পরে তা নিজ কানে না শুনলে বিশ্বাস করা মুশকিল। ঘটনার সূত্রপাত হয় মুরগির ডিম থেকে কবুতরের বাচ্চার জন্মের পর থেকে। তা ও আবার জালালী কবুতর। সমাজে যাদের মর্যাদার মিসাল দেয়া হয়। মোরগ মশাই রীতিমত বিব্রত এই ব্যাপারে। তিনি কোন ঝামেলায় যেতে চান নি। ঝামেলা করেছে কাকের দল। দার কাকদের লবিং খুব ভাল। মানসম্মানের পরোয়া খুব বেশি করে না। কাজেই মানি জালালী কবুতরদের সঙ্গে তাদের শত্রুতা অনেকটা বংশানুক্রমিক হয়ে দাঁড়িয়েছে। যেখানেই তাদের চরিত্রে কালিমা মাখানোর সুযোগ, তারা কখনও হাত ছাড়া করতে চায় না।

যাই হোক, মুল প্রশ্ন এখন সেই পুরনো বিষয়। আগে আমাদের জানতে হবে মুরগি আগে না আণ্ডা? তাই আজকে কেস টা জাতিয় গণ্ডি পেরিয়ে অনেকটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গিয়েছে। এই কেসের মাধ্যমে হতে পারে যুগ যুগের রহস্যের সমাধান।...

(চলবে...)



|

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রারম্ভিক ভালো হয়েছে ,
চলুক ।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪১

সিফাতুল্লাহ বলেছেন: ধন্যবাদ!

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:২৬

আমিনুর রহমান বলেছেন:



আন্ডা একলা একলা পয়দা হয় ঠিক আজকাল মুরগী ছাড়া চাইনিজরা ও আন্ডা পারা শুরু করছে :P

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪২

সিফাতুল্লাহ বলেছেন: পাগলে কী না করে,
ছাগলে কী না খায় আর
চাইনিজ রা কী না বানায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.