![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।
জামাত-শিবিরের জন্যে কিছু অমূল্য (বিনামূল্যের) উপদেশ -
বাংলার মাটিতে বসে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি কোরো না। ইসলাম নিয়ে রাজনীতি কর, লীগ বিরোধী রাজনীতি কর। অনেক সাপোর্টার পাবা। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করতে গেলে আইসোলেটেড হয়ে যেতে হবে জঙ্গিদের মত। তোমরা যখন লীগের শয়তান গুলোকে মারো তখন তাদের জন্যে মায়া কান্নার লোক অনেক থাকে কারণ তারা শয়তান হলেও আমাদের সমাজেরই অংশ। কিন্তু যখন তারা তোমাদের হত্যা করে তখন কাউ আসে না তোমাদের হয়ে মানবাধিকারের কথা বলতে। কারণ তোমরা আমাদের সমাজের অংশ নও। একটি আইসোলেটেড গোষ্ঠী। তোমাদের জন্যে সাধারণ মানুষের দরদ হয় না।
আজকে কুমিল্লার শিবিরের এক ছেলে কে হত্যা করা হয়েছে। সে ও কারো সন্তান। সে ও কারো ভাই। তার ও হয়তো কিছু স্বপ্ন ছিল, ফিউচার প্ল্যান ছিল। কিন্তু আমার কেন তার জন্যে দরদ হবে? সে তো আমার কেউ না। সে বাংলার জনসাধারণের কেউ না। সে একটি ভিন্ন গোষ্ঠীর কেউ। সে মরলে আমাদের কারো কিছু আসে যায় না। বরং মনে হয় "একজন সন্ত্রাসী কমলো"। কারণ সে শিবির কর্মী আর শিবির এই বাংলার আপন কিছু না। আইসোলেটেড।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১
সিফাতুল্লাহ বলেছেন: ১) "বোমাবাজ-সন্ত্রাসীরা সমাজের কেউ হতে পারেনা"
- আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ ও তৎকালীন সরকারের ভাষায় "বোমাবাজ-সন্ত্রাসী" ছিলেন। সন্ত্রাসী শব্দটা নির্ভর করে আপনি কোন দলে আছেন তার উপর।
[উল্লেখ্য - পেট্রলবোমাবাজ সে যেই হোক, সন্ত্রাসী আমার মতে। তবে আমার মতামতে কিছু যায় আসে না।]
২) "সাধারণ মানুষ পুড়িয়ে মারা আন্দোলন হয়-এই তত্ব কোন ইতিহাসে আছে?"
- এই প্রশ্ন আমাকে কেন করছেন ঠিক বুঝলাম না। আমি কবে এটাকে আন্দোলন বলে সার্টিফিকেট দিলাম?
৩) আপনি লিখেছেন "তোমরা যখন লীগের শয়তান গুলোকে মারো তখন তাদের জন্যে মায়া কান্নার লোক অনেক থাকে কারণ তারা শয়তান হলেও আমাদের সমাজেরই অংশ।"
তারমানে স্বীকার করে নিলেন শিবির আগেও হত্যাকারী সন্ত্রাসী দল হিসেবে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে।
- এখানে স্বীকার করার কী আছে? আমি কি শিবিরের কোন বড় লিডার নাকি মিয়া? আমি রাষ্ট্রবিজ্ঞানের এক মামুলি ছাত্র। আমার এনালাইসিস তুলে ধরলাম মাত্র। কোথা থেকে যে কি বেড় করে নিলেন আপনি ভাই! পারেন ও!
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
জামাত শিবির ভুল মতবাদ ও মানবতা বিরোধী কার্যকলাপেযুক্ত; এরা বিলীন হয়ে যাবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৫
সিফাতুল্লাহ বলেছেন: কিছুই বিলীন হয় না। বিবর্তিত হয় মাত্র। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি থেকে সরে আসতেই হবে। এটিই হবে তাদের "বিবর্তন" এর দিক।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০১
বশর সিদ্দিকী বলেছেন: মানবতার কথা বলার মত যারা ছিল তারাও তো জেলখানায়। মানবতার সংজ্ঞা হয়ত এখন চেঞ্জ হয়ে গেছে লীগের জন্য। জামাত শিবির হয়ত আবার ক্ষমতায় আসলে সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন যে পুলিশ এগুলো করছে তারাই হয়তা আবার উল্টা মারতে থাকবে। আবার কোন মায়ের বুক খালি হবে আর আপনার মত কেউ পোস্ট লিখে বলবে শেখ মুজিবের রাজনিতি করার কারো অধিকার নাই। জোর করে শেখ মুজিবকে প্রতিস্ঠা করতে গিয়ে আস্তে আস্তে এমন একটা বিরোধি মনোভাব তৈরি করছেন আপনারা যে সেটার জন্য অনেক মুল্য দিতে হবে। ইতিহাস সেটাই বলে। যাকে ভালবাসা যায় তাকে স্বিকার করতে জোর জবরদস্তি লাগে না সহজেই গ্রহন করা যায়। আর জনগনের কথা বলছেন
জনগন যদি আপনাদের সাথে থাকতো তাহলে ৫ তারিখে সবগুলো ভোট নিজেদের দেয়া লাগতো না কিছু ভোট জনগন দিতো। চেস্টা করেন বর্তমান এই হরতাল অবরোধ সমস্যার সমাধান বের করার জন্য। আমরা আর পারছি না এভাবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯
সিফাতুল্লাহ বলেছেন: পার্থক্য টা এখানেই। আপনি বলছেন বিএনপি-জামাত ক্ষমতায় গেলে মানবতার সংজ্ঞা পরিবর্তন হয়ে যাবে। আমি বলছি "না! হবে না!"। জামাত-শিবির লীগের লোক মারবে ক্ষমতার জোড়ে ঠিক। কিন্তু সাধারণ জনগণের "সিম্পাথি" থাকবে লীগের প্রতি, যা এখন জামাত-শিবিরের প্রতি নাই। কারণ তারা আইসোলেটেড, লীগ আইসোলেটেড না।
বঙ্গবন্ধুর দুর্নাম করা, দুর্নাম করে বই লেখা, টক-শো টে টক করা সহজ। কিন্তু নন-মিলিটেন্ট রাজনীতি করা কঠিন।
"জোর করে শেখ মুজিবকে প্রতিষ্ঠা করতে গিয়ে আস্তে আস্তে এমন একটা বিরোধী মনোভাব তৈরি করছেন..."
অনেকটা সম্মত।
"আপনারা" শব্দের ব্যাবহার টা আমার কাছে পরিষ্কার না। "আপনারা" বলতে কাদের বলছেন? লীগ হলে বলব আমি বলি নি লীগের সাথে জনগণ আছে। একজন মারা গেলে (সে যেই হোক) মানুষের সহমর্মিতা পায় যদি সে সমাজের অংশ হয়। শিবির তা পায় না কারণ তারা সমাজ বহির্ভূত জীবন যাপন করছে।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮
জনতার রায় বলেছেন: জামায়াত শিবির মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুর বিরোধী রাজনীতি করে - এ তথ্য আপনি কই পেলেন? স্বাধীনতার পরে জামায়াত-শিবিরের কোন নেতাকে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে হেয় করে কিছু বলতে শুনেছেন? জামায়াত-শিবির লীগ বিরোধী রাজনীতিতেও আগ্রহী নয় - তারা কেবল তাদের রাজনৈতিক আদর্শ নিয়ে মানুষের ভেতরে যেতে চায়। কিন্তু আওয়ামী লীগ নিজের প্রয়জনেই অসমশক্তির জামায়াতকে প্রতিপক্ষ বানিয়ে রেখেছে। ক্ষমতা হাতে পেয়েই সেই অসম প্রতিপক্ষের বিরুদ্ধে রাষ্ট্রীয় এবং সন্ত্রাসী শক্তি নিয়ে সবলে ঝাপিয়ে পড়েছে তারা। নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা করে তছনছ করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, গ্রেফতার করে পায়ে বা কখনো বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করছে, কখনো বা ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে ফেলে স্রেফ মেরে রেখে যাচ্ছে।
মানুষ তাদের সহানুভুতি জানায়না, কারণ মিডীয়ার এক বিরাট অংশ তাদেরকে সাধারণের চোখের আড়াল করে রেখেছে। তবে এ অবস্থার দ্রুত পরিবরতন হবে ইনশাল্লাহ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১
সিফাতুল্লাহ বলেছেন: " জামায়াত শিবির মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুর বিরোধী রাজনীতি করে - এ তথ্য আপনি কই পেলেন? "
আসমান থেকে ওহি আসে আমার কাছে।
[বেয়াদবি নিবেন না। একটু ফান করলাম আর কি।]
আপনার বাকি কথা গুলোর সাথে আমার সম্মতি/অসম্মতি কিছুই নাই। আপনার মতের প্রতি শ্রদ্ধা রইল।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
মামুন হতভাগা বলেছেন: বোমাবাজ-সন্ত্রাসীরা সমাজের কেউ হতে পারেনা,সাধারণ মানুষ পুড়িয়ে মারা আন্দোলন হয়-এই তত্ব কোন ইতিহাসে আছে?
আপনি লিখেছেন "তোমরা যখন লীগের শয়তান গুলোকে মারো তখন তাদের জন্যে মায়া কান্নার লোক অনেক থাকে কারণ তারা শয়তান হলেও আমাদের সমাজেরই অংশ।"
তারমানে স্বীকার করে নিলেন শিবির আগেও হত্যাকারী সন্ত্রাসী দল হিসেবে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে।