![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।
বন্ধু-বান্ধব জিজ্ঞাস করে "তোর বিয়া কবে খামু"। আমি বলি "দেরি আছে"। প্রশ্ন আসে কারণ কী?
গুছিয়ে উত্তর দিতে পারি না। আসলে আমার Demand অনেক High। এই বাজারে এমন মাইয়া পাওয়া "মুশকিল হি নেহি, নামুমকিন হ্যে"।
কেউ কেউ আগ্রহি হয়ে জিজ্ঞাস করে কেমন মেয়ে চাও? উত্তর দেয়া মুশকিল হয়ে যায়। তাই ভাবলাম একটা নোট লিখে ফেলি। এখন সবাই বুঝবে সমস্যা টা কোথায় -
[সংবিধি-বহির্ভুত সতর্কীকরণ - মেয়েলি পোস্ট! তবে মনের গভির থেকে লিখা। দয়া করে কেউ ঠাট্টা করবেন না]
এমন একজন চাই ...
- যাকে আমি emotional blackmail করব আর সে আমাকে মানাবে মিষ্টি একটা চুমু দিয়ে (সাথে আরো কিছু থাকবে, তা আর নাই বললাম)।
- আমি হব তার জীবনের কেন্দ্র বিন্দু, তবে তার জীবনের সবটুকু নয়। তার নিজের ক্যারিয়ার থাকবে (টিচিং/সেলাই-বুটিক/...), তার হবি থাকবে, friend circle থাকবে। সে হবে শিক্ষিত স্মার্ট মেয়ে।
- ছোট ছোট বিষয়ে আনন্দ পাবে, দুঃখ পাবে। বড় বড় বিষয় নিয়ে তার কোন চিন্তা নেই।
- সে হবে মমতাময়ই। সবার জন্যে তার দরদ লাগে। (খাঁটি ঢাকাইয়া কুয়ালিটি)
- তার চুল হবে বড়। কোমর পর্যন্ত। মাথা ছোট, নাক, ভ্রু ও কপাল চিকন। সদা হাসিমুখ। উচ্চতা ৪'১০" থেকে ৫'২" র ভেতর। দেহের তুলনায় পা লম্বা। বড় বড় চোখের পাপড়ি।
- অবশ্যই অবশ্যই মোটা হবে না। তবে বাচ্চা-কাচ্চা হবার পর মেদ হবে স্বাভাবিক ভাবেই। তার মাঝে ও সৌন্দর্য আছে।
- অবশ্যই অবশ্যই পরহেজগার হবে। হিজাব পড়বে। নিজে ইসলাম পালন করবে, আমাকে ও বাধ্য করবে।
- আমাকে সে গুছিয়ে নিবে যেভাবে বাচ্চা মেয়ে তার প্রিয় খেলনার পুতুলটাকে গুছিয়ে রাখে।
- আমি কৌতুক করব আর সে খিল খিল করে হাসবে। তাকে হাসানো অনেক সহজ।
- আমার সাথে বাইরে বেরুলে বাচ্চাদের মত এটা-সেটার আবদার করবে। আমার পকেট খালি করবে।
- তার মুখ দেখলেই বুঝা যাবে সে কেমন আছে। তার মুখ তার অন্তরের আয়না।
- সে অনেক কথা বলবে। পেটে তার কথা জমে না। তবে সে শান্ত। অন্য কেউ কথা বললে সে মনোযোগ দিয়ে শুনে।
- তার রুচি হবে ভাল। (ঢাকাইয়া মেয়েদের এই দিকে সমস্যা থাকে) রান্নার হাত হবে পাকা। আমার মা'র সাথে তার সম্পর্ক হবে বান্ধবীর মত।
- সে হাউ-মাউ করে কাঁদতে জানে না। শুধু চোখ দিয়ে টপ টপ করে মোটা মোটা দানা ঝড়ে পরে। আর তার মন কীভাবে ভাল করতে হয় তা আমি জানি।
- কোন কঠিন সিদ্ধান্ত নিলে সে তাতে বাধা দিবে না। বরং সে হবে আমার শক্তির উৎস।
- তাকে আমি আদর করে ডাকবো প্রজাপতি।
©somewhere in net ltd.