নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টাইম অফ হালালাইজেশন

এই জায়গাটা ফাঁকা

স্তব্ধতা'

ভালবাসায় মুখোমুখি নিরবতা শ্রেষ্ঠ সময় আড়াল জানালায় কবিতা ছড়িয়ে শূণ্যতার ফিরতি ট্রামে রোমন্থন হবে কোলাহলময় ------ ব্লগিয় প্রিয় কবি স্বদেশ হাসনাইন। ...যে শাড়িটা তুমি পরো আনন্দে, মেঘের দিনে, আমি তা টানতে থাকি ঝড় আর বৃষ্টির দিকে, কিংবা যে শাড়ীটা তুমি পরো রোদের ভিতর, আমি তা লন্ড-ভন্ড করে দিই উত্তাল করে দিই বাতাসে বাতাসে, আর আজকাল আমার ভালোবাসাটা এরকমই দুরন্ত ... আরেক প্রিয় দূর্দান্ত কবি বীণা।

স্তব্ধতা' › বিস্তারিত পোস্টঃ

সাব্বাশ। বাঘের বাচ্চারা। প্রেসক্লাব টু শাহবাগ, এক প্রজন্ম শিফট।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১১

এইটা একটা কইলজা ছেঁড়া কষ্ট। এমন সময় দেশে নাই।কইলজার রক্ত ফিনকী দিয়া ছুইটা বাইর হইতে চাইতেছে। বাঘের বাচ্চা বাঙালী।আরেকবার প্রমান করলো...



এই প্রজন্ম ৭১' ভুলে নাই,

৭১ এর বিরোধীদের এই বাংলায় ঠাঁই নাই।




সাবাস ব্যাঘ্র সন্তানেরা। (সামুতে হাসি কান্না, নানান ইমো আছে, আজকে একটা বাঘের বাচ্চা মার্কা ইমোর অভাব বোধ করছি)।



একটা মজার তথ্য পেলাম। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিহাসের মাষ্টার্স এর কোর্স ১৯৭০ এ এসে থেমে যায় তারপর একলাফে ১৯৭৪ থেকে শুরু হয় সূত্র ।কি মশকরা :):) অর্থ্যাৎ এই প্রজন্মের কোন পাকিস্তানির জানার উপায় নাই ৭১ কি, ৭১ এর জেনোসাইড কি, যদি না তারা নিজ থেকে সেটা জানতে চায়। যাই হোক সেটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ না।যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ৭১' কি সেটা জানার পরও (এইটা না জানা যে কোন বাংলাদেশীর অপরাধের পর্যায়ে পড়ে) বাংলাদেশী কিছু পাকিজ দোসরদের নাকি-পাকি-মাখা-মাখি কান্না। এদের মক্কা পাকিস্তান, আর এদের নবী গোলাম আজম। ইসলামকে গোলাম আজমের কাছে বন্ধক দেয়া এইসব জারজদেরও ঝুলানোর সময় হয়েছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি কাদেররে এখনও ঝোলানো সম্ভব।একটা মামলায় খালাস পাইছে, সেইখানে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ আছে।কিন্তু ব্যাপারগুলো দীর্ঘসূত্রিতা দাবী করে।সেই পর্যন্ত এরকম পূর্ণ শক্তিতে আন্দোলন রাজপথে থাকার সম্ভাবনা নাই এটা বলে দেয়া যায়।কিন্তু এখনই সময়। এইটাই সময় জামাত-শিবির এর রাজনীতি নিষিদ্ধ করা।শুধু নামে না, জামাত-শিবির ঘরানার গঠনতন্ত্রের রাজনীতি নিষিদ্ধ করার দাবী তুলতে হবে। যেই দল নিজে গণতন্ত্রে, মানুষের সমান অধিকারে বিশ্বাসী না সেই দলের রাজনীতি নিষিদ্ধ করায় গণমানুষের কোন ক্ষতি নাই।তাই ব্যাঘ্র সন্তানদের বলছি, অন্তত জামাত-নিষিদ্ধ করার দাবী আদায় করে ঘরে ফিরবেন।স্যালুট আপনাদের।



আপনার ইতিমধ্যেই সরকারের আড়শ কাঁপিয়ে দিয়েছেন।আপনারা নতুন করে তাদের ভাবতে শিখিয়েছেন। আপনারা তাদের বুঝিয়ে দিয়েছেন গতানুগতিক প্রেসক্লাব চত্বর বা পল্টন চত্বরের সমাবেশ এইটা না। এইটা একটা প্রজন্ম শিফট। এইটা 'প্রেসক্লাব-পল্টন' থেকে 'শাহবাগ-চত্বর' শিফট। এই িশফটটা বোঝার ক্ষেত্রটা তৈরী করে দেয়াটা ভীষণ দরকার ছিলো। এরা বুঝে গেছে, "আর যা ইচ্ছা তা করা যাবেনা।নতুন প্রজন্ম মানবেনা।এই প্রজন্ম কোন লীগ বা দলের প্রজন্ম না, এই প্রজন্ম বাংলাদেশের প্রজন্ম।" দেশের স্বার্থে এদের কাছে কারও বেইল নাই।এরা যেমন হানিফকে বোতল ছুড়ে মঞ্চ থেকে নামিয়ে দিতে পারে, তেমনি সামনে পেলে এরা মওদুদের পায়জামা খুলে নিতেও দ্বিধা করবেনা। সমস্যা হলো মওদুদের ওখানে যাওয়ার কোন সুযোগ নাই তাই জাতি এক বিরাট শো-ডাউন থেকে বঞ্চিত হলো। বিএনপি এই আন্দোলনের সাথে সমর্থন জানাতে পারলে খুশি হতো সে আমরা আজকে ফখরুলের ছাগল মার্কা মন্তব্য (এই আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন:-/:-/) শুনেই বুঝতে পেরেছি, কিন্তু বিএনপির আর কোন নৈতিক অবস্থান নাই যেখান থেকে বিএনপি এই আন্দোলনকে সমর্থন দিতে পারে। নিরপেক্ষ এই জাগরনের সমস্ত কৃতিত্ব সাধারন 'আপনাদের'।



আপনাদের কৃতিত্বের কিছু ছবি।























সবশেষে আপনাদের আবারও স্যালুট।



ছবিগুলোর সূত্র লিঙ্ক

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

শায়মা বলেছেন: একটা মজার তথ্য পেলাম। পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিহাসের মাষ্টার্স এর কোর্স ১৯৭০ এ এসে থেমে যায় তারপর একলাফে ১৯৭৪ থেকে শুরু হয় সূত্র .........

কি বলো ভাইয়া!!!

যাইহোক রাজনীতি বুঝিনা। বুঝার ইন্টারেস্ট ও নাই কিন্তু লাকী আক্তারকে বুঝেছি। তার শ্লোগানগুলো বুঝেছি। সবচাইতে মুগ্ধ হয়েছি রাজনৈতিক দলীয় মতাদর্শের বাইরে বলেই হয়তো এত মানুষের একাত্নতা। এত মানুষের ভালোবাসা দেখতে পাওয়া নিজের দেশের প্রতি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

স্তব্ধতা' বলেছেন: অবাক হবার কি আছে? পাকিতিহাস...তাইনা? রাজনীতি বুঝিনা এই কথাটার মধ্যেই অনেক বোঝার কথা আছে।কোন সমঝদার বোদ্ধাও বলতে পারবেনা যে বাংলাদেশের রাজনীতি বুঝে।তাই তোমাকে সমঝদার 'না-বুঝ' এর দলে ফেললাম। ''এত মানুষের ভালোবাসা দেখতে পাওয়া নিজের দেশের প্রতি।''...সত্যিই তাই।খুব মিস করছি। তোমরা ভাগ্যবান।শুভ কামনা রইলো।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

হাসান মাহবুব বলেছেন: গর্জন!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

স্তব্ধতা' বলেছেন: হুংকার, হামা।...আপনাদের প্রতি শুভ কামনা রইলো।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জয় বাংলা।

সব রাজাকারদের ফাঁসী হবেই হবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

স্তব্ধতা' বলেছেন: 'সব'...এইটা একটা গুরুত্বপূর্ণ শব্দ।হবে কি না জানিনা।সরকার এখন প্যাঁচে আছে।তবে এই প্রজন্ম বুঝিয়ে দিয়েছে এই বাংলা পাকি দোসরদের জন্য না।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: গতানুগতিক প্রেসক্লাব চত্বর বা পল্টন চত্বরের সমাবেশ এইটা না। এইটা একটা প্রজন্ম শিফট। এইটা 'প্রেসক্লাব-পল্টন' থেকে 'শাহবাগ-চত্বর' শিফট

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

স্তব্ধতা' বলেছেন: এইটা একটা ''প্রজন্ম চত্বর'' শিফট। মতাদর্শের শিফট।পুরোনো থেকে নতুনে শিফট।আরও ম্যালা শিফট আছে, এখানে। থ্যাংকস কুনোব্যাঙ।কেমন আছেন?

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

স্তব্ধতা' বলেছেন: দারুন কবিতা যাযু কবি :) :)

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫

স্তব্ধতা' বলেছেন: যাযুকবিকে বসন্তের শুভেচ্ছা।:) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.