নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে

নিসচুপ আবেগ

আজকে আমি শুধুই আমার কারই কিছুই নই তাইতো আমি ঘর ভুলেছিপথের পারেই রই

নিসচুপ আবেগ › বিস্তারিত পোস্টঃ

মা দিবস এর ইতিহাস

১১ ই মে, ২০১৩ রাত ১০:৫৭

প্রাচীন গ্রিকদের সময় মা দিবসের সন্ধান পাওয়া যায়, যখন দেবতাদের মা ‘রেয়ার’ প্রতি শ্রদ্ধা জানানো হতো । মায়েদের প্রতি শ্রদ্ধার পরবর্তী নজির ছিল ১৭ শতকের সময় যখন লেন্টের চতুর্থ রোববার ইংল্যান্ড “মাতৃ রোববার” পালন করে ।আমেরিকাতে “ দি ব্যাটল অভ দা রিপাবলিক” এর লেখক জুলিয়া ওয়ার্ড হাউয়ে ১৮৭২ সালে মা দিবসের ধারণা প্রস্তাব করেন । যাহোক ১৯০৫ সালে ফিলাডেলফিয়ার আনা জারভিস্কে মা দিবস চালুর কৃতিত্ব দেয়া হয় ।

১৯১০ সালে পশ্চিম ভার্জিনিয়া মায়েদের স্বীকৃতির জন্য একটি আনুষ্ঠানিক ছুটির দিন চালু করে আমেরিকার প্রথম প্রদেশে হিসাবে আত্মপ্রকাশ করে। এক বছর পরে প্রায় প্রতিটি রাজ্যই উদযাপনের দিনটি চিহ্নিত করে । ১৯১৪ সালে প্রেসিডেন্ট উড্রউইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবসের জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করেন ।

বর্তমানে মা দিবসে বিশ্বব্যাপী বিভিন্ন দিনে পালিত হয় । যুক্তরাষ্ট্র,ডেনমার্ক , ফিনল্যান্ড, ইটালি , তুরস্ক অস্ট্রেলিয়া বেলজিয়াম ও বাংলাদেশে মে মাসের দ্বিতীয় রবিবারে দিনটি পালন করে, যুক্তরাজ্য ও অন্যান্য কয়েকটি দেশ চতুর্থ রবিবার এটা পালন করে। এই দিনে মায়েদেরকে বাইরে বেড়াতে নিয়ে যাওয়া, বাইরে খাওয়ানো, ফুল দিয়ে, কার্ড দিয়ে, উপহার দিয়ে সম্মান জানানো হয় ।



মা দিবস পালিত হওয়া উচিত প্রত্যেক দিন । মায়েরা হলেন সেই মানুষ যারা আমাদের পরিচর্যা করেন, শিক্ষা দেন, রক্ষা করেন, এবং আমাদের গুরুত্ব অনুভব করতে দেন। তারা আমাদের জীবনের সেই মানুষ যারা আমরা কিভাবে গড়ে উঠবো তার জন্য সবচেয়ে বেশি দায়িত্বশীল ।

মা সম্পর্কে বলে আর মা এর প্রতি দায়িত্বের কথা বলে শেষ করা যাবে না । সবার মা এর প্রতি সম্মান করে একটি গানের কথা মনে করে দিই, মা নিয়ে অনেক গান আছে , আমার কাছে এই গানটি বেশি ভাল লাগে তাই আমি এই গানটি সব মাকে সম্মান ও শ্রদ্ধা করে উৎসর্গ করলাম ।





জননী



আকাশ জুড়ে কি সুন্দর তারা

হীরের অলঙ্কারে রূপলী রূপসী

চাঁদের আলোয় মৃদু ঠান্ডা হাওয়া

গাছের ছায়ায় গভীর মায়া



এই সবই তো সুন্দর

এ জীবনের আনন্দ

তার থেকেও সুন্দর

আমার মা



মা গো মা ও মা

এই পৃথিবীর এতো আলো

এতো যে সুন্দর

জীবনের স্পন্দনে

এতো আনন্দ

জেনেছি সেতো শুধু

তোমারই জন্যে

ও গো মা



সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া

এলোমেলো ঢেউয়ে দামাল হাওয়া

গাঙচিলের ঘরে ফেরার ডাকে

সূর্য ডোবে সাগরের বুকে



এই সবই তো সুন্দর

এ জীবনের আনন্দ

তার থেকেও সুন্দর

আমার মা



ব্যান্ডঃ ওয়ারফেজ

এলবামঃ জীবনধারা

ডাওনলোড



( আমার লেখায় কোন ভুল হলে ক্ষমা করে দিবেন :(( :(( :| )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.