![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজাকার তুমি,
গোলাম আযমের পাকনা দাড়ির উকুন
রাজাকার তুমি
সাকা চৌধুরীর সমকামীতার দিকে ঝুকুন।।
রাজাকার তুমি
মেশিনম্যানের একটুকরো চাঁদ
রাজাকার তুমি
জামাতের নিবন্ধন বাদ।।
রাজাকার তুমি
কাদের মোল্লার যাবজ্জীবন জেল
রাজাকার তুমি
আন্দোলনের পাখা নতুন করে মেলা।।
রাজাকার তুমি
হেফাজতের তান্ডব সকাল-সন্ধ্যা।।
রাজাকার তুমি
দরিদ্য বাংলায় অর্থনৈতিক মন্দা।।
রাজাকার তুমি
শফি হুজুরের লালা ঝড়ানো তেতুল
রাজাকার তুমি
বাবুনগরীর চিৎকার…গাঁতায় পইচ্ছি তুল আঁরে তুল।।
রাজাকার তুমি
গ্রেনেড,বোমা আর রগকাটা
রাজাকার তুমি
খাওনি আজও বীরাঙ্গনার ঝাঁটা।।
রাজাকার তুমি
গোলাপি রঙের শাড়ি….
সিঙ্গাপুরে পাচার করা টাকা কাড়ি-কাড়ি।।
রাজাকার তুমি
কেবিনেটে পোষা কিছু কুকুর
চাই এবার শক্ত মুগুর।।
©somewhere in net ltd.