নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেঙে চলেছি হৃদয় পাথর ব্যার্থ সময়ের মুগুরে

সর্বভূক

ভেঙে চলেছি হৃদয় পাথর কঠিন সময়ের মুগুরে।

সর্বভূক › বিস্তারিত পোস্টঃ

আমার ছাত্রের গরুর হাট পরিদর্শন:::

১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭

আমার এক পিস বিচ্ছু ছাত্র ছিল যে এইবার কিলাশ ফাইবে সমাপনী দিতে ইচ্ছুক।তার পিতা তারে নাকি কথা দিছিল গনিত নামক এক বিষয়ে এ পেলাস পাইলে তারে সাথে নিয়া কোরবানীর হাটে গিয়া তারি পছন্দ মত গরু কিনিয়া আনা হপে।







এই স্বাধীনতাটুকু অর্জন করিয়া আজ বিকালে সে কোরবানীর হাটে গমন করিয়াছে।কিন্তু তার আর গরু পছন্দ হয় না।তবে তার এক অদ্ভুত ইচ্ছা হইল লাল গরুগুলোর সাথে নিজেকে ছবি বন্দী করিয়



া রাখা।আমার ছাত্রের আকার দেখিয়া তাকে আলু,পটল কিংবা টমেটো সবি ডাকা যায়।সৌভাগ্যবশত সে হাটেও গেসে একখান লাল পিরান গায়ে চড়াইয়া।বুঝেন ঠেলা।ছবি দেখিয়া মনে হইতেছে চার পাইয়া গরুর সাথে সদ্য দুই ঠ্যাং হারানো এক বাছুর খাড়াইয়া আছে।







চাইর হাট ঘুরিয়াও তার গরু পছন্দ হয় না। তার বাপ সুধাইল তুই গরু খুঁজস না ক্যাটরিনা কাইফরে খুঁজছ???..:P







অবশেষে বন্দরের এক হাটে একখান গরু তার মনে ধরিল।কিন্তু সে দাবী করিল গরুখানা সে বন্দর হইতে হাঁটাইয়া বাসায় নিয়া যাবে অন্যথায় তিনদিন সে দানা-পানি স্পর্শ করা হইতে বিরত থাকিবে।







সেই গরুর মাংস যে মিনিমাম ১০ কেজি কমিয়া যাবে এই কথা ভাবিয়া তার বাপের লো প্রশার বাড়িয়া গেল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.