নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেঙে চলেছি হৃদয় পাথর ব্যার্থ সময়ের মুগুরে

সর্বভূক

ভেঙে চলেছি হৃদয় পাথর কঠিন সময়ের মুগুরে।

সর্বভূক › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস প্রশ্ন (রম্য অপচেষ্টা)

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

পৃথিবীর সব দেশে ইতিহাস একটা।যদিও ইতিহাস বিজয়ীরা লেখে তাই কিছুটা পক্ষপাতদুষ্ট হয়।বাট এই রঙ্গভরা বঙ্গদেশে ইতিহাস তিন রকমের।আওয়ামী ইতিহাস, জাতীয়তাবাদী ইতিহাস ও জামাতীয় এই তিন দলই কোন না কোন সময় এই দেশে বিজয়ীর বেশে ছিল।মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারি দল হিসেবে আওয়ামীলীগ ক্ষমতায় ছিল….সামরিক অফিসার হয়েও জাতীয়তাবাদী দল গঠন করে ক্ষমতায় ছিল বি.এন.পি…অন্যদিকে বাংলাদেশের অভ্যুদয় মেনে না নিয়েও জামায়েত বাংলাদেশে ক্ষমতায় ছিল যদিও বি.এন.পির আড়ালে।কাউমি আওয়ার্ড পেয়ে গেছেন।কারন

ইতিহাস।অদূর ভবিষ্যতে আমরা হয়তো দেখতে পারি বাবুনগরীও “ বাংলাদেশ ও হেফাজতীয় ইতিহাস” নামক কোন বই লিখে হাটাজারী কাউমি এওয়ার্ডে ভূষিত হয়ে গেছেন।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ার সময় ফাস্ট ইয়ারে একটা কোর্স পেয়েছিলাম…নামটা মনে হয় Bangladesh history and culture এই টাইপের।এখন এই কোর্স আছে কিনা জানি না।তবে এই কোর্সের ছাত্র/ ছাত্রীরা পরীক্ষা দিতে গিয়ে এখন বেশ ঝামেলায় পড়বে।যে যে দলের সেই দলের দৃষ্টিভঙ্গী থেকে ইতিহাসের প্রশ্নগুলোর উত্তর দিবে।কেমন হতে পারে প্রশ্ন???



কোর্স নং- ১০৩



বিষয়:বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি পূন্যমান: ১০০



নিচের যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দিন।



সব প্রশ্নের মান সমান মানে ২০।



১.“ঠোট মে বিড়ি মু.মে পান…আই লাভু উ পাকিস্তান”---১৯৪৭ সালের ভারত বিভাগের প্রাক্কালে এই উক্তিটির তাৎপর্য্ জামাতীয় দৃষ্টিকোন থেকে আলুচনা কর।



২.”Urdu and only Urdu would be the state language of Pakistan”—এই ইংরেজী বাক্য দ্বারা কি বুঝানো হয়েছে ??? সমালোচনামূলক বক্তব্য প্রদান কর।



৩.১৫-ই আগষ্ট জাতির শোকের না সুখের দিন??? জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রশ্নটির উত্তর দাও।



৪.”বাংলাদেশে কুনু যুদ্ধাপরাধী নাই”--- এই উক্তিটির সাথে তুমি কি একমত??? জামাতীয় দৃষ্টিভঙ্গি থেকে এই উক্তির সত্যতা বর্ণণা কর।



৫.”বঙ্গবন্ধুর স্বপ্ন”---ব্যাপারটি কি একটি মিথ??? প্রশ্নের স্বপক্ষে অথবা বিপক্ষে যুক্তি দাও।(নিরপেক্ষ দেয়া যাবে না)।

৬.”জাতীয় চার নেতা হত্যাকান্ড নিছক একটা দুর্ঘটনা”—তুমি কি এই মন্তব্যের সাথে একমত??? হ্যা বা না বললে হবে না….বর্ণনা কর।



৭.” বাংলা ভাই আর শায়খ আবদুর রহমান তথা জে.এম.বি মিডিয়ার সৃষ্টি”—নিজামীয় দৃষ্টিভঙ্গি থেকে উত্তর দাও।



৮.” উই আর লুকিং ফর শত্রুজ”—এখানে শত্রুজ বলতে কাদেরকে বুঝানো হয়েছে এবং কেনু হয়েছে??? উদাহরনসহ বর্ণনা কর।



৯.”৫-ই মে ঢাকার শাপলা চত্বরে কত কুটি তৌহদী জনতা মারা গেছে??? সঠিক সংখ্যা নিরূপন করে তার স্বপক্ষে যুক্তি দাও।



১০. “ খালেদা-হাসিনা”—ঐতিহাসিক ফুনালাপের গুরত্ব রেডফোনীয় দৃষ্টিকোন থেকে আলোকপাত কর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.