নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই নিরীহ শ্রেণীর ভীতু মানুষ...

সাইরিয়াস

১৯৯৫ সাল থেকে জীবিত একজন মানুষ...

সাইরিয়াস › বিস্তারিত পোস্টঃ

বাবা, রাত ও একটি স্মার্টফোন...

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৯

কিছু কিছু রাত শুধু স্মৃতি হাতরে বেড়ানোর জন্যই আসে । সুখস্মৃতি, দুঃখস্মৃতি, আবেগহীন বাস্তবতার স্মৃতি মনে করেই ভোর এসে যায় । আসেনা শুধু ঘুম, আর কালের
বিবর্তনে হারিয়ে যাওয়া কিছু সময় ।।
একটা সময় ছিলো যখন অবসর পেলেই বসে থাকতাম এই ফেসবুকের নীল সাদার কর্পোরেট দুনিয়ায় । নেশার মত রক্তের সাথে মিশে গিয়েছিলো এই দুনিয়াটা । সারাদিনের ব্যাস্ততার পর রাতই ছিলো ফেসবুকিং করার উপযুক্ত সময় । কিন্তু এতে একমাত্র বাধা প্রদানকারী ছিলো বাবা । শুয়ে শুয়ে যখন নোকিয়া মোবাইলের বোতাম টিপতাম, তখন শুরু হতো বাবার বকুনি ।
বাবার ভয়ে বহুদিন তীব্র গরমের মাঝে মালসি কাঁথায়
মাথা ঢেকে মোবাইল টিপেছি । আর ভেবেছি, "আহ, যদি আমার যদি একটা স্মার্টফোন থাকতো তবে আর এই গরমের মাঝে এত কষ্ট করা লাগতো না ।"
বাবাকে বলেছিলাম একটা স্মার্টফোন কিনে দিতে । বাবা আমার মতলব ঠিকই ধরতে পেরেছিলেন । হেসে উড়িয়ে দিয়েছিলেন স্মার্টফোন কিনার কথা । আমার আর স্মার্টফোন কিনে শান্তিতে ফেসবুকিং করা হয়নি । মারা যাওয়ার আগের রাতেও বাবা বকুনি দিয়েছিলেন ।।

এখন আমি স্মার্টফোনে ফেসবুক চালাই । আমার
বিছানা থেকে কিবোর্ডের খটখট শব্দ আসেনা ।
কারো ভয়ে ফোনের ব্রাইটনেস ও কমিয়ে রাখিনা । রাত
বিরাতে মোবাইল টেপা নিয়ে কেউ ঘট ঘট করেনা । তবুও আমি শান্তি পাইনা, তৃপ্তি পাইনা । একাকী শুধু ঐ মানুষটাকে মিস করি, যে রাতে রাতে ঘুমন্ত আমাকে দেখতে এসে মোবাইল টেপা নিয়ে হইচই করে ।
সেই মানুষটার আরো কিছুদিন থাকা দরকার ছিলো, রাত বিরাতে ঝগড়া করার জন্য হলেও দরকার ছিলো । দিনে দুপুরে যেই ভালোবাসাটা অপ্রকাশিত থাকতো, সেই ভালোবাসাটা ঝগড়ার মাধ্যমে রাতে প্রকাশ করার জন্য লোকটার জীবনে আরো কয়েকটা দিন বেশি বাঁচার দরকার ছিলো ।। :(

টাইমলাইন থেকে, ®
September 13, 2014 at 1:11am

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.