![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শফিক... দুপায়ে চলমান মানুষ
জীবনের কতগুলো পর্যায় আছে।
সফলতা, ব্যর্থতা, হতাশা, প্রত্যাশা, জয়, পরাজয়, পাওয়া, না পাওয়া, আত্মশুদ্ধি, অশুদ্ধি ব্যাপার গুলো শুধুমাত্র এক একটি পর্যায় বলেই মনে হয়।
ব্যাপারগুলো খুব সম্ভবত ধাপে ধাপে আসে।
পর্যায়ক্রমিক আবর্তনে হয়ত অনেকের জীবনে ঋণাত্মক দিকগুলোই আবর্তিত হয়, অনেকের জীবনে অঋণাত্মক দিকগুলো আর্বতিত হয়, আবার অনেকের জীবনে ঋণাত্মক অঋণাত্মক উভয় দিকগুলোই পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়।
পর্যায়ক্রমিক আবর্তনেই বন্ধী জীবন।
.
খুব সম্ভবত মানুষ দুই প্রকারের হয়। ১) ভাগ্যে বিশ্বাসী ২) ভাগ্যে অবিশ্বাসী
.
যে মানুষ গুলো কর্মে বিশ্বাসী বলে দাবি করে তারা মূলত ভাগ্যকে তোয়াক্কা করে এগিয়ে যেতে চায়। অনেকে হয়ত এগিয়েও যায় কিন্তু এগিয়ে যারা যায় তাদের সংখ্যা খুবই নগণ্য ।
.
ভাগ্যে বিশ্বাসী মানুষ গুলো তাদের কর্মের পাশাপাশি নিজ নিজ সৃষ্টিকর্তা প্রদত্ত ভাগ্যে বিশ্বাস রেখে চলে।
তারা জীবনে অঋণাত্মক কিংবা ঋণাত্মক যে অবস্থানেই থাকুক তারা বিশ্বাস করে তাদের অবস্থার উন্নতি হবে।
চরম ঋণাত্মক অবস্থানে থেকেও কিছু মানুষ বেঁচে থাকে শুধুমাত্র ভাগ্যে বিশ্বাসে জোরে।
.
এক্সপেকটেশন পূর্ণ করতে পারা মানুষের সংখ্যা অনেকাংশে কম, এক্সপেকটেশন পূর্ণ করতে না পারা মানুষের সংখ্যাই বেশি হয়ত।
(এক্সপেকটেশন এর সঠিক বাংলা অর্থ বোধগম্য মনে হয় না আমার, তাই ইংরেজি শব্দটাই ব্যবহার করতে হলো)
.
আমরা কোন কিছুর উদাহরণ দিতে গেল সাধারণত সফল জিনিস গুলোর উদাহরণ দেই, ব্যর্থতার উদাহরণ আমরা দিতে শিখি নি।
তাই তো আমরা অনেকাংশেই জাতিগতভাবে ব্যর্থ ।
.
.
#হিজিবিজি
#আবোলতাবোল
#মধ্যরাত্রি
27.02.2017
02:17 am
মূলপোস্টঃ
©somewhere in net ltd.