![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#ভাবগাথা
আজ দেয়ালগুলো কেমন বোবা,
প্রতিরাতে কথা হতো তাদের সাথে, আজ কেনো জানি ওরাও বিমুখ হয়ে গেলো।।
একসময় খোলা জানালারা গান গাইতো আমার সাথে, আজ শুধু ওরা নির্বাক হয়ে দক্ষিণা বাতাস দিয়ে যায়। ওরা ও আজ বিমুখ হয়ে গেলো।
ডায়েরির পাতাগুলো কবিতা লিখতো, অজস্র।
আজ কেনো জানি থমকে গেছে, পেইজ গুলো মলিন ধোয়াটে হয়ে ছিড়ে যাচ্ছে আপনাআপনি।
আমি নির্বাক, শেষ পর্যন্ত ডায়েরিটাও বিমুখ।
সিলিং ফ্যানের ব্লেডগুলো একসময় আনন্দময়ী ঠান্ডা বাতাস ছড়াতো। আজ শুধুই যেনো মাকড়ের জালে ঘেরা হতাশার চক্র!! সব বিমুখ!!
পরিশেষ নির্বাক!!
©somewhere in net ltd.