নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ.টি. নূর শেখ লিটা

এ.টি. নূর শেখ লিটা › বিস্তারিত পোস্টঃ

ফেলে আসা স্মৃতি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২

আমি জানি এটা কেমন ফিল হয়। :( কজ আমি যখন ছোট ছিলাম তখন আমাকে স্কুলে পড়তে হত। তো এমনি একদিন স্কুল থেকে ফেরার পথে আমি দু'টো মুরগির বাচ্চা নিয়ে এসছিলাম, সেগুলো এত্ত কিউট ছিল। এবং আমি এত পছন্দ করতাম ওদের। আমি ওদেরকে আমার নিজ বাচ্চার মত করে বড় করেছিলাম। ছেলে বাবুটার নাম দিয়েছিলাম আয়তুল আর মেয়ে বাবুটার নাম ছিল ফাতিহা। আই কেন স্টিল রিমেম্বার, ওদের জন্যে আমি আদর্শ লিপি বইও নিয়ে এসছিলাম। ওদের হাতে(ডানা)
পেনসিল গুঁজে দিয়ে ওদের লিখাতাম, কোশ্চেন পেপার বানিয়ে এক্সামও নিয়েছিলাম। ইন ফ্যাক্ট ওদের জন্য আমি নিজ হাতে ড্রেসও বানিয়ে দিয়েছিলাম ওরা যেন ঘর নষ্ট না করে কজ আম্মু এটা ডিসলাইক করত কজ আমি স্কুলে থাকাকালীন ওকে দেখে রাখতে হত বাচ্চা দু'টোকে। আমি এখনও মনে করতে পারি আমি কিভাবে ঘুমাতাম ওদেরকে সাথে নিয়ে। ওদের না খাইয়ে দিয়ে আমার খাওয়া হত না। আমি এতটাই কষ্ট করে, ভালোবেসে, আদরে, যত্নে ওদেরকে বড় করেছিলাম আর একদিনে সব শেষ হয়ে গেল যখন আমি বাসায় এসে ওদের কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি রেস্ট নিতে পারছিলাম না, খেতে পারছিলাম না।
তারপর আম্মুকে অনেক জোড় করার পর শেষে যখন বলল যে ওরা আম্মুকে খুব জ্বালাচ্ছিল তাই ওদের রান্না করে ফেলসে! এটা শোনার পর আমি এতটাই শকড ছিলাম সেসময় যে কি বলব বুঝতেও পারছিলাম না। জাস্ট মনে হচ্ছিল কিছু একটা নেই। হারিয়ে যাচ্ছে দূরে কিছু একটা...
এখনও খুব মনে আছে চোখে জল নিয়ে আম্মুকে জাস্ট বলতে পেরেছিলাম-"তুমি আমার বাচ্চাদের রান্না করে ফেলতে পারলা!?" সেটা অবশ্য বাসায় কেউ খায়নি দিয়ে দিয়েছিল। কিন্তু আমি ওদের উপর এতটাই রেগেছিলাম যে একদিন আর অর্ধেকদিন মোট দেড়দিন কিছু খাইনি (বাসায় খাইনি, কজ সারা দিনের খাবার স্কুল থেকেই খেয়ে আসতাম যেটা ওরা জানতো না! :3 এটা আমার ওয়ে ছিল, যখন রাগ করতাম, মুখে বলতাম না কিছুই। জাস্ট খাওয়া বন্ধ করে দিতাম। এতে আমার প্রতি ওদের যত্ন আরও কয়েক গুন বেড়ে যেত, কজ মেয়ে খায়নি, খাওয়াতে হবে বলে কথা, সব আবদার পূরণ :D তবে ওরা জানত না স্কুলে আমি ঠিকই...আহা! আর না বলি, কিছু কথা থাক না গোপন :p ) যাই হোক, এরপর বাবা অবশ্য দশটা ছানা এনে দিয়েছিল যাদের কেউ-ই বাঁচেনি পরবর্তীতে! :(
(আজ এই পিকটা দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। জীবনে আসলে এমন সিলি ম্যাডনেসগুলো থাকা উচিত। যাতে একসময় বুড়ো হয়ে গেলে, এগুলো মনে করে একগাল হেসে নেওয়া যায় এবং আমার এমন স্মৃতি বেশকিছু আছে ^_^ :D )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.