![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপর,
তারপর তুমি চলে গেলে,
চলে গেলে ধুসঢ় বিকেলে একা বিচ্ছিন্ন রেখে-
এরপর সন্ধ্যা, মধ্যরাত-
কতরাত্রি যাপনে কেটে যায় কতকাল।
লোকে বলে হারিয়ে যাওয়া মানুষগুলো আর ফেরে না,
অদ্ভুত!
তারা জানেনি অপেক্ষা সবসময় আক্ষেপ বয়ে আনেনা-
তারা গভীর কালো মেঘের পরে বৃষ্টি দেখেছে,
কিন্তু চোখ মেলে রঙের ছোয়ায় আকা রঙধনু দেখেনি!
#May_10_2k17
১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৯
এ.টি. নূর শেখ লিটা বলেছেন: অসংখ্য ধন্যবাদ এই সুন্দর মন্তব্যের জন্য ^_^
২| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৩
কামরুন নাহার বীথি বলেছেন:
তারা গভীর কালো মেঘের পরে বৃষ্টি দেখেছে,
কিন্তু চোখ মেলে রঙের ছোয়ায় আকা রঙধনু দেখেনি!
---------
ভাল লাগলো আপনার লেখা, অনেক অনেক শুভকামনা!!!
৩| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৯
এ.টি. নূর শেখ লিটা বলেছেন: অনেক অনেক ভালো লাগল আপনার এত সুন্দর মন্তব্য। অসংখ্য ধন্যবাদ
৪| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: সুন্দর কবিতা +
যদিও কবিতা কম বুঝি ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো কথাগুলো। সুন্দর কাব্যে ভালো লাগা রইল।