নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরের কোন যাত্রায়
মেঘালয় আসামের পথ ধরে
মনের সাথে একাই আমি চলছি
রাস্তার দু'পাশে পাহাড় আর সুবজ গাছ
কিষাণের কর্ষিত সমভূমি ফসলের সমারোহে
বাকেঁ বাকেঁ তটনীর টেউ আর জলের কলতানে
জানা-অজানার রোমাঞ্চিত পথ ধরে একাকী আমি
হারিয়ে যাচ্ছি অচেনা শুভ্র-সফেদ হিমালয়ের দেশে
নবদিগন্তের নীলমায় সাদা মেঘের ভেলায় ভেসে যাই।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১
নুরএমডিচৌধূরী বলেছেন: অনেক ভাল লেগেচে
লিখায় +++++