নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগোপন জীবনের ওপিঠ।

সা-জ

ভবনা গুলো

সা-জ › বিস্তারিত পোস্টঃ

গ্রিলের ওপাশের গাছগুলোই এখন নিত্যদিনের সঙ্গী।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৯

চলার পথটা যে সহজ হয় না কখনোই তা জানা, তারপর যে চলতে হয়। কাউকে না কাউকে ভালোবাসতে হয়। একসাথে থাকতে হয় মাঝে মাঝে রাগ-অনুরাগ হয়। এসবের পর কতকিছু । একটা সত্য মনে হয় তা হলো দীর্ঘ সময় একসাথে বসবাস করা। একে অন্যকে বুঝতে পারার আনন্দ তার সাথে সাথে যোগ হয়েছিল সন্তান লালন পালনের মহান দায়িত্ব। সেগুলো শেষ করেও যখন দুজনের দীর্ঘ সময় একত্রে বসবাস হয় তখন স্মৃতিটাই মুখ্য হয়ে যায়। সবার জীবনে এই সময়ে এসে স্মৃতিগুলো খুব মনে পড়ে কিন্তু অবস্থানটা কঠিন হয়ে যায় দুজনেরই যেন শিশু হয়ে যাওয়া। সময়গুলো এমনই শুধু অতীত আর বর্তমান।

রাগ অনুরাগের দিনগুলোর কথা মনে হলে এখনো তরুণ আর কর্মচঞ্চলই লাগে নিজেকে। লাঠিসহ তিন পা নিয়ে চলতে হয়। বারান্দায় যখন বসে থাকি তখন গ্রিলের ওপাশের গাছগুলোই এখন নিত্যদিনের সঙ্গী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.