নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগোপন জীবনের ওপিঠ।

সা-জ

ভবনা গুলো

সা-জ › বিস্তারিত পোস্টঃ

কাজলা টু যাত্রাবাড়ী

০৮ ই আগস্ট, ২০২৩ ভোর ৬:৫০

সড়ক। স্বাভাবিকভাবেই বিটুমিনাস, ইট, পাথর, সিমেন্ট, রড আর পানির সংমিশ্রণে তৈরি।
সেই একই উপাদান দিয়ে তৈরি মনুষ্য গড়া বসত বাড়ি। একটি অবহেলা অযত্ন আর অনুপাতের হিসেবে গরমিলে বানানো।
অপরটি যত্ন হিসেবের সঠিক মানদন্ডে তৈরি। যে বসতিতে হয়তো গোটা দশেক বা চল্লিশ পরিবারের বসবাস। আর মফস্বলের রাস্তা এলাকাবাসীর সবার। ছয় মাস কি এক বছর পর পথের ইট ও পাথর থেকে সিমেন্ট আলাদা হতে শুরু করে তারপর শুধু পড়ে থাকে রড। এত বেশি মানুষের যাতায়াত তাই বুঝি ভার সইতে পারে না। এই পথে কেউ রিক্সায় চড়ে যায়। মোটর সাইকেলে চড়ে যায়। কেউ বাস, প্রাইভেটকার বা মাইক্রোবাসে। যারা রোগী তারা আরো রোগী হয়, রিক্সার ক্ষতি হয়, গাড়ির যন্ত্রাংশের ক্ষয় হয়। ঠিকাদার আর প্রকৌশলীদের কিছু হয় না। তারা এই পথে যাতায়াতই করেন না। রোগীদের রোগী হওয়া আর ক্ষতির হিসেব করলে দেখা যায়, যে বাজেটে এই রাস্তা করা হয়েছিল তার চেয়ে ক্ষতি আরো ১০ গুন।
আর যানজটের ভোগান্তিতে সময় হিসেবের ক্ষতি তা বাদের খাতায় রাখলাম।

বোধ কোথাও জাগ্রত কোথাও ঘুমন্ত।


ছবি:বিডি নিউজ 24

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৮

ধুলো মেঘ বলেছেন: আমার ড্রাইভার সেদিন বলছিল, "ইচ্ছা করে স্যার, একদিন গাড়ি থেইকা নাইমা টোল প্লাজা গুলা সব ভাইঙ্গা চুইরা ফেলাই। কয়মাস জেল খাটুম ঠিক আছে, কিন্তু পরদিনই রাস্তা ঠিক অইব - মাইনষের উপকারের লেইগা কয়দিন জেল খাটলাম আর কি!"

১১ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫৩

সা-জ বলেছেন: আর কয়েকটা মাস তারপর। ডিসেম্বরের আগেই সুন্দর হয়ে যাবে।

২| ০৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০০

মোগল সম্রাট বলেছেন:



এই রাস্তা যতদিন যতো খ্রাপ থাকবে ততোদিন ততো লাভ ফ্লাইওভার কতৃপক্ষের। ঐ এলাকার জনগন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে। প্রতি বচ্ছর বর্ষায় এই রাস্তা নষ্ট হয়ে যায়। অথচ এটা ঢাকার একটা ব্যস্ততম প্রবেশদ্বার। ওখানকার জনগনের জন্য অভিশাপ হয়ে আছে আরো দুইটি জিনিস। পাইকারী কাচাবাজার আর পাইকারী মাছের বাজার। সারা দেশ থেকে ভারী ভারী ট্রাক এইখান আসে। আর যতো আবর্জনা, কাচা তরকারী, মাছ পচে দুর্গন্ধ ছড়ায় সারা বছর। আর শুকনার মৌসুমে ধুলায় মানুষের দম বন্ধ হয়ে যায়। এই আজাব থেকে মুক্তি নাই ওখানকার লোকদের ।

১১ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫৪

সা-জ বলেছেন: রাস্তা ঠিক হবে কিন্তু যানজট কমবে না। বাজার অন্য জায়গায় যাবে না। মাছ থাকবে, সবজি থাকবে। এগুলো না থাকলে এলাকার মানুষ কোথায় যাবে কিনতে।

৩| ০৮ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: কিন্তু আওয়ামীলীগ তো বলে দেশ উন্নয়নের মহাসড়কে।

১১ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৫৬

সা-জ বলেছেন: সত্যিই উন্নয়নের মহাসড়কে। পরিবারের কেউ কেউ না উপার্জনক্ষম। আয় করার মানুষ রয়েছে প্রায় প্রতিটি পরিবারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.