নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের সাদা মেঘ উড়তে দেখে তার সাথে যে বন্ধুত্ব হয় তা ভুলে যাওয়ার নয়।
প্রতিদিন পড়ন্ত বিকেলের সোনালী আলোর আভায় শীতল প্রবাহে দেখি নির্মেঘ নীলাম্বর
ক্ষণে ক্ষণে সাঁতার কাটে সবুজ সীমানার উপর প্রজাপতি ও ফড়িং। সামনের পথটায় অজানা-অচেনা মানুষের পদ চিহ্ন একেঁ যাওয়া কারুকাজ ধুলোয় মিশে যাচ্ছে। এই বন্ধুত্বের মাঝে কোন কথা ছিল না। তবে রোদ হেসেছে, বৃষ্টি কেঁদেছে আর বাতাস ভেসে চলেছে জানা পথের খোঁজে। আমি এখনো আকাশ দেখি ক্ষণিকের জন্য হলেও। ভালো লাগে তার বিশালতার হাতছানি।
১৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৪
সা-জ বলেছেন: হতাশা থেকে বের হতে লিখছি। আরো লেখবো।
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: কি লিখেছেন? কেন লিখেছেন?