নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে সাথে মানুষের ভাব প্রকাশের ভাষা, ভঙ্গি ও দৃষ্টিকোণ পাল্টেছে। দুনিয়ার মানুষ যেমন এক মুর্হুতেই অনেক দূরের পথ পাড়ি দিয়ে অব্যক্ত, ব্যক্ত ভাষা পৌঁছে দেয়। তার সাথে যোগ হয় প্রকৃত ও অপ্রকৃত ইতিহাসের অংশ।
প্রত্যেক জাতিই আজ তাদের নিজেকে উপস্থাপন করছে। তাদের নিজ নিজ কর্ম প্রচেষ্টায়। সবাই নিজেকে যখন প্রকাশ করার সুযোগ পায় তখন তারা তাদের সাধ্য মতো চেষ্টা করে।
জাতি উপস্থানের জন্য যে মাধ্যমগুলো সক্রিয় থাকে যেখানে দেখা যায় নানান অসঙ্গতি। অনেকেই তাদের প্রকৃত ইতিহাস বিকৃত করে নিজেদের সেরা হিসেবে উপস্থাপনের প্রতিযোগিতায় লিপ্ত।
সবচেয়ে বড় সত্যগুলো ঢাকা পড়ে যায় দিন দিন। কারণ মিথ্যাগুলো প্রতিদিনই নতুন নতুন সাজে প্রকাশিত হয় আমাদের সামনে আসে বহুরুপী হয়ে। না এগুলো মিথ্যা নয় এইসব যেন প্রকৃত সত্য।
একটা প্রতিযোগিতা শুরুর আগে একটা নিদির্ষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয় অথবা প্রতিদ্বন্দ্বী তৈরি করা হয়।
আর প্রতিদ্বন্দ্বী তৈরি করতে পারলেই মূলত নিজেকে সেরা হিসেবে উপস্থাপন করা যায়। এভাবে বিজিতকে বার বার পরাজিত করে বিজীয়রা আনন্দ নিযে বিরাট বিরাট ইতিহাস রচনা করেন।
সত্য, ন্যায়, প্রশান্তির মূল্যবোধ বিসর্জন দিয়ে আমরা প্রতিনিয়তই এই নিরন্তন প্রচেষ্টায় লিপ্ত হই।
২| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৭
সা-জ বলেছেন: স্পষ্ট করে কিছু বলতে পারি না। আশা করি আস্তে আস্তে পরিস্কার হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: আপনার লেখা গুলো স্পষ্ট না। আপনি কি বলতে চান সেটা পরিস্কার করে লিখুন।