![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(facebook.com/skilalis) (facebook.com/skilali2) (facebook.com/skilali1) (twitter.com/skilalis) (plus.google.com/+skilalis) (youtube.com/c/skilalis)
ইমাম আজম আবু হানিফা রহ.
১১.ইমাম আবু হানিফা রহ. এর ব্যবসা ছিল বেশ বিস্তৃত ।
ব্যবসার যে লভ্যাংশ তিনি লাভ করতেন
তার বিরাট একটা অংশ তিনি নিজের মাসায়েখ মাহাদ্দিসদের
খেতমতে পেশ করতেন এবং বলতেন ,
আপনারা আপনাদের প্রয়োজনে এগুলো খরচ করুন ।
আর কেবল আল্লাহ তাআলার প্রশংসা করুন ।
কারণ আমি আমার সম্পদ থেকে কিছুই দেইনি ।
বরং এগুলো আল্লহ তাআলার সম্পদ এবং তাঁর অনুগ্রহ ।
যা আল্লাহ তাআলা আমার হাত দিয়ৈ চালু করেছেন ।
১২.ইমাম আবু হানীফা রহ. বলেন যদি আল্লাহ তাআলার ভয় না হতো
এবং ইলম বিলুপ্ত হবার আশংকা না করতাম তাহলে আমি কাউকে ফতোয়া দিতাম না ।
সে তো [ফতোয়া জিজ্ঞেসকারী ]
আরাম ভোগ করবে আর গোনাহের বোঝাটা থাকবে
আমার মাথার উপর ।
১৩.ইমাম আবু হনিফা রহ. বলেন ,
আমি কখনও কোন মন্দের জবাব মন্দ দিয়ে দেই নি ।
আমি কখনও কারও প্রতি অভিসম্পা করিনি আমি কোন মুসলমান
অথবা জিম্মি কাফেরের উপর জুলুম করিনি
আমি কখনও কাউকে ধোকা দেইনি ।
এবং কারও সাথে বিশ্বাসঘাতকাতা করিনি ।
১৪.ইমাম আবু হনিফা রহ. বলেন যে সময় হওয়ার পূর্বেই বড় হতে চায় সে লাঞ্ছিত হয়ে যায় ।
১৫.ইমাম আবু হানিফা রহ বলেন , যদি উলামায়ে কেরাম যদি আল্লাহওয়ালা না হন
তবে দুনিয়া ও আখিরাতে কোন আল্লহ ওয়ালা নেই ।
©somewhere in net ltd.